দেশ

নদী থেকে উঠে লোকালয়ে অবাধ বিচরণ কুমিরের, মুহুর্তে ভাইরাল ভিডিও

crocodile roams around on village, video goes viral

The Truth Of Bengal: নদী থেকে উঠে সরাসরি লোকালয়ে ঘুরছে কুমির। লোকালয়ে কুমির ঘুরতে দেখে রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বিজনোরের একটি গ্রামে। জানা যায়, গ্রামেরই একটি বাড়ির গেটের বাইরে ৭ ফিটের একটি কুমির দেখে হুঁশ উড়ে যায় গ্রামবাসীর।

বিজনোরের নাঙ্গলসোটিতে একটি শিব মন্দিরের পাশের বাড়ির সামনে কুমির ঘুরতে দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই গ্রামবাসীরা খবর দেন বনদফতরে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে  যান বনদফতরের কর্মীরে। এরপর তাঁরা কুমিরটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দেয়। জানা যাচ্ছে, বুধবার ভারী বৃষ্টির জেরেই নদী থেকে উঠে লোকালয়ে ঢুকে পড়ে কুমিরটি। তা দেখেই চিত্কার-চেঁচামেচি শুরু করে গ্রামবাসীরা। ইতিমধ্যেই লোকালয়ে কুমিরের এই অবাধ বিচরণের ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। মুহুর্তে লাইক কমেন্টসের বন্য বয়ে যায ভিডিওতে। জানা যাচ্ছে, বনদফতরের কর্মীরা যতক্ষণ না ঘটনাস্থলে এসে পৌছন ততক্ষণ কুমিরটি বেঁধে রাখেন গ্রামবাসীরা। পরে বনদপ্তর থেকে বন পরিদর্শক রাহুল গিরি, বনকর্মী বাবলু ও অনুজ শুক্লা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দেন।

Related Articles