দেশ

পুণ্যস্নান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু দম্পতির

Couple dies in horrific accident on way back from holy bath

Truth Of Bengal: কুম্ভ মেলায় পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দম্পতির। প্রয়াগরাজ থেকে দিল্লির বাড়িতে ফিরছিলেন ওই দম্পতি। মাঝ রাস্তাতেই দুর্ঘটনার কবলে পরে তাদের গাড়ি। মৃত্যু হয় তাদের দুই সন্তানেরও। সোমবার মধ্য রাতের ঘটনায় চাঞ্চল্য।

লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৪২ এর ওম প্রকাশ সিং, বছর ৩৪ এর পূর্ণিমা, ১২ বছরের অহনা এবং ৪ বছর বয়সী বিনায়ক। ওমপ্রকাশ বিহারের মতিহারী জেলার বাসিন্দা। কর্মসূত্রে দিল্লিতে থাকতেন তিনি। দিল্লি হাইকোর্টের আইনজীবী তিনি। ওমপ্রকাশ ও পূর্ণিমারই দুই সন্তান অহনা ও বিনায়ক। রবিবারে গাড়ি চালিয়ে সপরিবারে প্রয়াগরাজে গিয়েছিলেন ওমপ্রকাশ। সোমবার সেরেছিলেন পুণ্যস্নান। তারপরই প্রয়াগরাজে কিছু সময় কাটিয়ে দিল্লির উদ্দেশ্যে রাতে রওনা হয়েছিলেন তারা।

আগ্রার অতিরিক্ত পুলিশ কমিশনারের অনুমান নির্ধারিত গতির চেয়ে অনেকটাই বেশি গতিতে ছিল তাদের গাড়ি। রাতে গাড়ি চালানোর সময় ঝিমুনি আসার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন ওম প্রকাশ। তাতেই সজোড়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী লেনে আছড়ে পড়ে। তখনই দ্রুত গতিতে ধেয়ে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে যায় গাড়িটি। দুমড়ে-মুচড়ে যাওয়া ওই গাড়ির ভিতরেই একই পরিবারের চারজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

প্রসঙ্গত লখনউ আগ্রা হাইওয়েতে এই ধরনের ভয়ংকর দুর্ঘটনা এটাই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার এ ধরনের ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে হাইওয়েতে। গতবছর ও এ রকমই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একই পরিবারের ছয়জনের আহতের সংখ্যা ছিল প্রায় ২০। ডিসেম্বরে ও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৮ জনের।

Related Articles