ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, জানুন বিস্তারিত
Cooking gas prices have increased again, know the details

Truth Of Bengal: উৎসবের মরশুম শেষ হতে না হতে বেড়ে গেল সিলিন্ডারের দাম। ১৯ কেজির এলপিজি সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বেড়েছে। এই নিয়ে পরপর ৪ মাস দাম বাড়ল এলপিজি গ্যাসের দাম বাড়ল।
উল্লেখ্য, প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে ওয়েল মার্কেটিং সংস্থাগুলি অপরিশেধিত পেট্রোলিয়ামের দামের পর্যালোচনা করে, সেই অনুযায়ী নির্ধারণ করা হয় এলপিজি পন্যের দাম। এবারেও সে কারণেই মূল্য বেড়েছে রান্নার গ্যাসের।
১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার দাম ৬১ টাকা বেড়েছে। গাস্যের এই নতুন দাম চালু হবে ১ নভেম্বর থেকে। ৬১ টাকা দাম বাড়ায় এবার থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে ১৯১১ টাকা ৫০ পয়সা পড়বে। তবে ঘরোয়া ১৪ কেজির রান্নার গাস্যের মূল্য বাড়ছে না। এই গ্যাস ৮২৯ টাকাতেই মিলবে।
কোন শহরে কত দাম?
কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেরেছে ৬১ টাকা। এবার থেকে নতুন সিলিন্ডার কিনতে ১৯১১.৫০ টাকা খরচ পড়বে। মুম্বইয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৫৪.৫০ টাকা, দিল্লিতে ১৮০২ টাকা আর চেন্নাই-এ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১৯৬৪.৫০ টাকা। বিগত চার মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫০ টাকার বেশি।