দেশ

শিশুর স্নানের দৃশ্যকে অশ্লীল তকমা গুগলের, গুগল ইন্ডিয়াকে নোটিশ গুজরাট হাইকোর্টের

Controversy over baby bath scene calls for response

The Truth of Bengal: শিশুর স্নানের দৃশ্য তুলে ধরার নামে গুজরাটের আমেদাবাদের এক ব্যক্তির অ্যাকাউন্ট গত এপ্রিলে  আচমকাই বন্ধ করে দেয় গুগল। গুগলের অভিযোগ,ওই ব্যক্তি  শিশুদের নির্যাতনের আপত্তিকর কাণ্ড প্রকাশ্যে আনা হয়েছে।বছর ২৪-এর ইঞ্জিনিয়র নীল শুক্লা সেই ছবি আপলোড করেন।ছবিতে দেখা যায়,শিশুর ঠাকুমা তাকে স্নান করাচ্ছেন। মাত্র ২বছরের শিশুর সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই বিতর্ক বাঁধে। গুগলের বিরুদ্ধে অভিযোগ,সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ফলে ব্যবসাও ধাক্কা খাচ্ছে। নীল শুক্লার আইনজীবী দীপেন দেশাইয়ের অভিযোগ, গুগল অ্যাকাউন্ট ব্লক করায় তাঁর মক্কেলের ব্যবসা বাধা পাচ্ছে।

কারণ ই-মেল ও গুগল ড্রাইভ বন্ধ থাকায় ডিজিটাল লেনদেন স্তব্ধ হয়ে গেছে। প্রথম ই-মেলের মতো দ্বিতীয় ই-মেলও বন্ধ হয়ে থাকায় তাঁর কারবার লাটে ওঠার জোগাড়।  শুক্লার সন্দেহ,এআই সম্বলিত প্রোগামের জন্যই এই ব্লক করা হয়েছে। শুক্লা এর আগে গুগল কর্তাদের এই বাধা দূর করার জন্য আবেদন করেন বিশ্বসংস্থা তা শোনেনি।এখন আইনি পথে এর সুরাহা চান গুজরাটের ব্যবসায়ী। তাই শুক্লার অভিযোগ মেলার পর গুগল ইন্ডিয়াকে আইনি নোটিশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি ভিডি নানাবতী এর কারণ দর্শানোর জন্য গুগলের কর্তাদের কাছে কৈফয়ত তলব করছেন। ২৬মার্চের মধ্যে সমস্ত তথ্য দিতে বলা হয়েছে। কেন তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার ব্যাখাও দিয়েছেন গুজরাটের এই ব্যবসায়ী। তিনি আদালতে আরও জানিয়েছেন,গুগলের অভিযোগ নিরসনকারী সংস্থার কাছে জানিয়েও কোনও ফল মেলেনি।একইসঙ্গে গুজরাট পুলিশ ও কেন্দ্রের বিজ্ঞান –প্রযুক্তি মন্ত্রকও নীরব ভূমিকা নেওয়ায় বিচারবিভাগীয় হস্তক্ষেপ ছাড়া ন্যায় বিচার সম্ভব নয় বলে আবেদনকারীর মত। তাই গুগল ইন্ডিয়া এই আদালতের প্রশ্নের মুখে পড়ায় বিশ্বজুড়ে শোরগোল পড়েছে।আদালত এরপর কী নির্দেশ দেয় ,তারওপর সামগ্রিক বিষয়টি নির্ভর করছে।

Related Articles