দিল্লি বিধানসভা নির্বাচনে আপের থেকেও বেশি টাকা খরচ কংগ্রেস, জানাল কমিশন
Congress spent more money than AAP in Delhi Assembly elections, says EC

Truth Of Bengal: চলতি বছরের শুরুতেই সমাপ্ত হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে কোন দল কত টাকা খরচ করেছে সেই হিসাব সামনে আনল নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে কমিশনের দেওয়া তথ্য অনুসারে, দিল্লির নির্বাচনে কংগ্রেস পার্টি সবচেয়ে বেশি খরচ করেছে। দিল্লির নির্বাচনে আম আদমি পার্টির তুলনায় তিনগুণ বেশি খরচ করেছে গ্র্যান্ড ওল্ড পার্টি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা তথ্য অনুযায়ী, কংগ্রেসের মোট নির্বাচনী ব্যয় ছিল ৪৬ কোটি ১৮ লক্ষ টাকা। দিল্লির নির্বাচনে আম আদমি পার্টি খরচ করেছে ১৪ কোটি ৫১ লক্ষ টাকা।
সেইসঙ্গে বিজেপি খরচ করেছে ১৭ কোটি টাকা। এখান থেকেই স্পষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে খরচের শীর্ষে রয়েছে কংগ্রেস। তবুও নির্বাচনে তারা খাতা খুলতে পারেনি। ৭০ সদস্যের দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি ২২টি আসন জিতেছে। জানা গিয়েছে, ১৪ কোটি টাকা খরচের মধ্যে দলের সাধারণ প্রচারের সাথে সম্পর্কিত খরচ, যেমন মিডিয়া বিজ্ঞাপন এবং প্রচারমূলক সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, দিল্লি বিধানসভা নির্বাচনে, কংগ্রেস এবং আম আদমি পার্টি উভয় রাজনৈতিক দলই ৭০টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি ৬৮টি আসনে প্রার্থী দিয়েছে এবং দুটি আসন তার মিত্রদের জন্য ছেড়ে দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের ফলাফল ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। সেখানেই দেখা যায় দিল্লি নির্বাচনে টানা তৃতীয়বারের মতো খাতা খুলতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। এই নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৭ বছর পর ক্ষমতায় ফিরে আসতে সফল হয়। বিজেপি ৪৮ টি আসনে জয়লাভ করে। সেইসঙ্গে নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ আম আদমি পার্টির অনেক শীর্ষ নেতাকে হারতে হয়।