বিজেপির ‘বি’ টিম হিসেবে লড়েছে কংগ্রেস রাহুলকে আক্রমণ মায়াবতীর
Congress fought as BJP's 'B' team, Mayawati attacked Rahul

Truth Of Bengal : দুই দিনের রায়বরেলি সফরে রয়েছেন রাহুল গান্ধি। সফর চলাকালীন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রায়বরেলির সাংসদ রাহুল বলেন, ‘মায়াবতী যদি আমাদের সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জোট বাঁধকেন, তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারত না।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, তিনি বুঝতে পারছেন না কেন মায়াবতী তাঁদের সঙ্গে জোট বাঁধেননি।
রাহুলের এই মন্তব্যের পর পাল্টা দিয়েছেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতীও। কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রতি পাল্টা আক্রমণ করার সঙ্গে সঙ্গে তিনি কংগ্রেসকে বিজেপির ‘বি’ টিম বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দিল্লিতে কংগ্রেস বিজেপির ‘বি’ টিম হিসাবে নির্বাচন লড়েছে এবং সেই কারণেই বিজেপি ক্ষমতায় এসেছে। রাহুল গান্ধির প্রথমে নিজের বিষয়গুলি খতিয়ে দেখা উচিত এবং তারপরে বিএসপি সম্পর্কে প্রশ্ন তোলা উচিত।
এই প্রসঙ্গে মায়াবতী এক্স হ্যান্ডেলে বলেন, ‘এটা একটা সাধারণ আলোচনা যে, কংগ্রেস এবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বি টিম হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যার কারণে বিজেপি এখানে ক্ষমতায় এসেছে। অন্যথায়, এই নির্বাচনে কংগ্রেসের অবস্থা এত খারাপ হত না। কংগ্রেস বেশিরভাগ প্রার্থীর জামানতও বাঁচাতে পারেনি।’ পাশাপাশি মায়াবতী বলেন, ‘কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধি যদি অন্যদের দিকে, বিশেষ করে বিএসপি প্রধানের দিকে, কোনও বিষয়ে আঙুল তোলার আগে নিজের বিষয়গুলি খতিয়ে দেখেন, তাহলে ভাল হবে। এটা তাদের প্রতি আমার পরামর্শ।’
শুধু অবশ্য রাহুল বা কংগ্রেসকে নয়, গেরুয়া শিবিরকেও আক্রমণ করেছেন বিএসপি নেত্রী। তিনি বলেন, দিল্লিতে গঠিত নতুন বিজেপি সরকারের সামনে নির্বাচনের সময় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি, বিশেষ করে জনকল্যাণ ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত প্রতিশ্রুতিগুলি, সময়মতো পূরণ করার চ্যালেঞ্জ রয়েছে, অন্যথায়, এই দলের অবস্থাও কংগ্রেসের মতো খারাপ হয়ে যেতে পারে।