বইতে পারে শৈত্যপ্রবাহ, ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে পারদ পতনের সম্ভাবনা রাজধানীতে
Cold wave likely, mercury likely to drop below 5 degrees Celsius in capital

Truth Of Bengal: একদিকে ভয়াবহ দূষণ, অন্যদিকে তাপমাত্রার হেরফের। ঠাণ্ডায় রীতি মতো কাঁপছে দিল্লিবাসি। আজ অর্থাৎ বুধবার এই মরসুমের সবচেয়ে শীতলতম সকাল ছিল রাজধানীতে। দিল্লির এখন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। গত মাসেও অর্থাৎ নভেম্বরের সময় ও দিল্লিতে যে হারে বেড়েছিল দূষণের মাত্রা তাতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল।
আর সেই পরিস্থিতি সামলাতে না সামলাতেই ডিসেম্বরের শুরু থেকেই দিল্লিতে কনকনে ঠাণ্ডায় রীতিমত কাঁপছে সেখানকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে মৌসম ভবন আরও জানিয়েছে দিল্লিতে বইতে পারে শৈত্য প্রবাহ। ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে দিল্লির সর্বত্র।
হিমালয় থেকে আহত শীতের হিমেল বাতাস এসে ঢুকছে রাজধানীতে, যে কারণে শীত বেড়েছে রাজধানীতে। এই সময় দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং এ সর্বনিম্ন তাপমাত্রা ৪ ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে কম ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও দিল্লির আরও একটি গুরুত্বপূর্ণ স্থান হল পালাম সেখানকার তাপমাত্রা স্বাভাবিকের ছেয়ে ১ ৬ ডিগ্রি সেলসিয়াস কম। সেখানকার তাপমাত্রা ৬ ২ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের কথা অনুযায়ী বুধবার থেকেই দিল্লিতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, ফলে সর্বত্র জারি রাখা হয়েছে সতর্কতা।
আগামী কয়েক ঘণ্টায় দিল্লির পারদ আরও কমবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে দিল্লির পাশাপাশি ঠাণ্ডায় কাঁপতে চলেছে উত্তর প্রদেশের আরও অনেক জায়গা। দিল্লিতে এটা প্রথম নয়, প্রতিবছর এই সময় করে দিল্লির তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কমেই থাকে। তাই আলমারি থেকে সোয়েটার বের করা, ও রাস্তায় রাস্তায় আগুন পোহানোর চিত্র ধরা দেবে রাজধানীতে।