দিল্লিতে শুরু হতে চলেছে শৈত্য প্রবাহ, এক ধাক্কায় নামতে পারে পারদ
Cold wave is about to start in Delhi, mercury may drop in one fell swoop

Truth Of Bengal: কনকনে শীতের আমেজ পড়তে চলেছে রাজধানীতে। আলমারি থেকে কম্বল সোয়েটার বের করার সময় চলে এসেছে দিল্লিবাসীর। এমনই খবর দিল আইএমডি। খুব শীঘ্রই দিল্লিতে শুরু হতে চলেছে শৈত্য প্রবাহ। রাস্তায় রাস্তায় আগুন পোহানোর দিন এলো বলে। ধীরে ধীরে ক্রমশ পতন হতে থাকবে রাতের পারদ।
রবিবার দিল্লিতে ছিল মরসুমের শীতলতম দিন। দিল্লির তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহের মধ্যেই দ্রুততার সঙ্গে পারদ পতন ঘটবে দিল্লিতে, এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৬ এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এইদিকে সিমলা মানালিতে গতকাল মরসুমের প্রথম তুষারপাত হল। তুষারপাত হওয়ার জেরে শীতল হাওয়া প্রবেশ করছে রাজধানীতেও। ফলে সব মিলিয়ে এ কথা বলায় যায় চলতি বছর দিল্লিতে হাড় কাঁপুনি শীত পড়তে চলেছে।
মৌসম ভবন জানাচ্ছে দিল্লির পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে। সোমবার থেকেই দিল্লিতে শৈত্য প্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। অন্যদিকে এতো বছর পর প্রথম সিমলায় গতকাল তুষারপাত হয়েছে। যা দেখে আনন্দে মেতে ওঠে পর্যটকেরা। আবার এইদিকে মুম্বই এর তাপমাত্রাও কমে যাচ্ছে। শনিবার মুম্বইয়ের পারদ এক ধাক্কায় নেমেছে ৩ ৭ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। এই সময় মুম্বইয়ের রাতের তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।