দেশ

ছত্তিশগড় প্লান্টে চিমনি ভেঙে বিপত্তি! আটকে ২৫ জন কর্মী, দেখুন ভিডিও

chimney collapses at under construction plant in Chhattisgarh 25 workers trapped

Truth Of Bengal: ছত্তিশগড়ের মুনগেলি জেলার প্লান্টে চিমনি ভেঙে বিপত্তি। ২৫ জন কর্মী আটকে। মৃত ৮। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

মঙ্গলবার ছত্তিশগড়ের রামবদি এলাকায় একটি লোহার পাইপ তৈরির কারখানা নির্মাণের সময় এই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে বহু কর্মী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

যাঁদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাঁদের ইতিমধ্যেই বিলাসপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি লোহার কাঠামো যা প্রচুর পরিমাণে সামগ্রী সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল, হঠাৎ করে তা ভেঙ পড়ে। বিশাল কাঠামো নিচে নেমে আসায় ধসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। যাঁরা এখনও পর্যন্ত আটকে, তাঁদের উদ্ধার করার কাজ চলছে জোরকদমে।

Related Articles