জম্মু-কাশ্মীর পরিদর্শনে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
Chief Minister Omar Abdullah visits Jammu and Kashmir

Truth Of Bengal: ভারত এবং পাকিস্তানের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। বৃহস্পতিবার পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের দুটি জেএফ-১৭ এবং একটি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামাল ভারতের যোগ্য বাহিনী।
এর পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি মিসাইলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ভোরেও নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চ, রাজৌরি, উরি ও চৌকিবাল কুপওয়ারাতে তীব্র গোলাবর্ষণ করছে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতও।
এই পরিস্থিতিতে ক্ষেপাণাস্ত্র হামলার জেরে সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজৌরিতে এক নববিবাহিত দম্পতির বাড়ির কাছে ক্ষেপাণাস্ত্র হামলার জেরে তাদের বাড়ি ব্যাপক ক্ষতি হয়। সেইসঙ্গে উরি ও চৌকিবাল কুপওয়ারাতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে জম্মু রওনা হয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। রওনা দেওয়ার আগে এক্স-এ তিনি লিখেছেন, ‘গত রাতে পাকিস্তানি ড্রোন হামলার ব্যর্থ প্রচেষ্টার পর পরিস্থিতি খতিয়ে দেখতে এখন জম্মুর পথে।’
উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। উত্তর কাশ্মীরের উরিতে লাগাতার গোলাবর্ষণ করছে পাকিস্তান। পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরাল প্রত্যাঘাত ভারতের। বৃহস্পতিবার রাত বাড়তেই জল, স্থল ও আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান।
কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের বহু শহর ও এলাকায় পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা করেছে বলে খবর। আপাতত ওই সব এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে। সেইসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতির মধ্যে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি এলাকার স্কুল সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এহেন পরিস্থিতিতে জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলছে নাকা চেকিং।