কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে,অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
Chief Minister invited Amitabh Bachchan to Kolkata International Film Festival

The Truth Of Bengal: এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে আসার জন্য আগাম আমন্ত্রণজানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।৪ ডিসেম্বর চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।কলকাতা বিমানবন্দরে একথা জানান প্রশাসনিক প্রধান।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিয়েবাড়িতে মুকেশজি আমাদের খুব সম্মান দিয়েছেন, ওঁর গোটা পরিবার খুব আন্তরিক। অমিতজিকে বাংলায় আসতে বললাম। উনি বললেন, আমার সব ভাষণ তো শেষ, আর কী বলব? আমি বললাম, আপনি কবিতা বলবেন, কিন্তু আসুন আবার।এই বিয়ের অনুষ্ঠানে অন্য তারকাদের সঙ্গে দেখা হলেও দেখা হয়নি শাহরুখ খানের সঙ্গে।সেজন্য আক্ষেপ ঝরে পড়ে তাঁর গলায়।
বলেন,এবার প্রোগামে ব্যস্ত থাকায় আর শাহরুখের সঙ্গে দেখা হল না। তিনি সৌজন্য বিনিময়ের এই অনুষ্ঠান গিয়ে বেশ খুশি বলেও তুলে ধরেছেন।তাঁর মতে, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ব্যক্তিগত স্তরে দেখা-সাক্ষাৎ, আলাপ-আলোচনা হয়েছে। তেমনই বিয়েবাড়িতেও বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়েছে। আন্তরিক ভাব বিনিময় হয়েছে। তাঁদের সকলকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।