দেশ

ছত্তিশগড়ে কংগ্রেসের অন্দরে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে লড়াই!

Chhattisgarh Congress within the fight for the post of Chief Minister!

The Truth Of Bengal : ছত্তীসগঢ়ের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ২০১৮-য় ৫১টিতে জয়ী হয়েছিল কংগ্রেস। বিজেপি ১৩, ‘জনতা কংগ্রেস ছত্তীসগঢ়’ ৪ এবং বিএসপি ২টিতে।  শাসক দল কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন ভূপেশ বঘেল, উপমুখ্যমন্ত্রী ত্রিভুবনেশ্বর শরণ সিংহদেও, বিধানসভার স্পিকার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মহন্ত।তেলেঙ্গানার পর এবার ছত্তিশগড়। দল জিতলে তিনিও যে মুখ্যমন্ত্রীর দৌঁড়ে রয়েছেন, দ্বিতীয় দফার ভোটগ্রহণের মধ্যে ইঙ্গিত দিলেন ভূপেশ বাঘেলের ডেপুটি টিএস সিংদেও। ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিতে, নতুন করে অস্বস্তি বাড়িয়েছে কংগ্রেসকে।

ছত্তিশগড়ের এবারের বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-কে মুখ করে লড়ছে কংগ্রেস।কিন্তু তার মধ্যে বিতর্ক উস্কে দিয়েছেন অম্বিকাপুরের প্রার্থী তথা উপ-মুখ্যমন্ত্রী টিএস সিংদেও। তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট না করলেও, দল জিতলে তিনিও যে কুর্শির লড়াইয়ে আছেন, তা স্পষ্ট করে দিয়েছেন। তাঁকে মুখ্যমন্ত্রী করার দাবিতে অনুগামী বিধায়করা যে সোচ্চার হবেন, তারও ইঙ্গিত দেন। ছত্তিশগড়ে কংগ্রেস যে ফের ক্ষমতা ফিরতে চলেছে, তারও ভবিষ্যৎবাণী করেন ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়েও, বিজেপি ফায়দা তুলতে পারেনি বলে দাবি করেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেও বাঘেলের ডেপুটিকে নিয়ে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ছত্তিশগড়ের রাজনীতিতে টিএস সিংদেও বরাবরই ভূপেশ বাঘেল বিরোধী হিসেবে পরিচিত।একটা সময় ছত্তিশগড়ে বিরোধী দলের ভূমিকাও পালন করতে দেখা গিয়েছিল তাঁকে।

২০১৮ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর সিংদেও মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে আশা করা হয়েছিল। কিন্তু সেই সময় শিঁকে ছেড়ে ভূপেশ বাঘেলের। মুখ্যমন্ত্রী করা হয় তাঁকে। তারপর থেকেই বাঘেল এবং সিংদেও-র মধ্যে চলছিল ঠাণ্ডা লড়াই।পরিস্থিতি এতটাই ঘোরাল হয়ে উঠেছিল যে সম্প্রতি টিএস সিংদেও বিজেপিতে যোগদান করতে পারেন বলে খবর চাউর হয়। এরপরেই আসরে নামেন খোদ রাহুল গান্ধী। ভোটের আগে সিংদেও-কে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে রাহুল পরিস্থিতি সামাল দেন বলে খবর। নির্বাচনে দল জিতলে, তিনি যে উপ-মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সন্তুষ্ট থাকতে চানা না শীর্ষ নেতৃত্বকে তারই আগাম বার্তা সিংদেও দিয়ে রাখলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই আবহে ছত্রিশগড়ে কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন সেটাই এখন দেখার।

 

FREE ACCESS

Related Articles