জয়ের সাত দিন পর ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা
Chhatrisgarh Chief Minister's name announced seven days after victory

Bangla Jago TV Desk : ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। প্রাক্তন ইস্পাত প্রতিমন্ত্রীর উপর ভরসা রাখলো বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু দেও সাই। তিন রাজ্যের বিপুল জয়ের পর এই প্রথম ছত্রিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। রবিবার রায়পুরে বিজেপির সদর দপ্তরে রাজ্য নেতৃত্বের বৈঠক হয়। ছত্রিশগড়ে ৯০ টি আসনের মধ্যে ৫৪ টি আসন জয় করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে বিজেপি।
সামনে লোকসভা নির্বাচন আদিবাসী থেকে ওবিসি সব দিকে নজর রেখেই জয়ের সাতদিন পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। প্রাক্তন কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রী তথা আদিবাসী সমাজের বড় নেতা বিষ্ণু দেও সাঁই। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ছত্তিশগড়ে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন বিষ্ণুদেও সাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রী ছিলেন। ছত্তিশগড়ের রায়পুর কেন্দ্রের প্রতিনিধিত্বকারী বিজেপির লোকসভা সদস্যও ছিলেন তিনি।
বিষ্ণু দেও সাই বিজেপির জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্যও। আরএসএস এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন রাজনৈতিক মহলে। ১৯৯০ সালে প্রথমবার নিজের সম্পত্তির কিছু অংশ বিক্রি করে বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। সম্প্রতি বিষ্ণু দেও সাইয়ের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ছত্তিশগড়ে অজিত যোগীর পর দ্বিতীয় আদিবাসী মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু দেও।
FREE ACCESS