দেশ

নির্বাচনের দিনই ছত্তিশগড়ে মাওবাদী হামলা! ভোট দিতে ব্যর্থ মিজোরামের মুখ্যমন্ত্রী

Maoist Blast in Chattishgarh

The Truth of Bengal: মঙ্গলবার সকাল থেকেই ছত্তিশগড়ে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। তবে মাও-অধ্যুষিত এই রাজ্যে নির্বিঘ্নে ভোট হওয়ার বালাই নেই। এদিন সকালেই লাগাতার বোমাবর্ষণ হতে থাকে ভোটকেন্দ্রগুলিতে। ছত্তিশগড়ের সুকমা এলাকায় ধারাবাহিক বোমাবাজি হওয়ার জেরে আহত এক সেনাকর্মী। যদিও বেশ কয়েকদিন আগেই নিয়মমাফিক ভোট বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা। এমনকি ভোট শুরু হওয়ার ৭২ ঘন্টা আগে প্রভাবশালী স্থানীয় বিজেপি নেতা রতন দুবেকে খুন করে তাঁরা।

এদিকে বিস্ফোরনে আহত ১ সিআরপিএফের কোবরা জওয়ান। নির্বাচনে সময় ভোটকেন্দ্র দায়িত্বে ছিলেন ওই জওয়ান। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই বিস্ফোরণের জেরে কিছুক্ষণ স্থগিত ছিল নির্বাচন। তবে পরে অবশ্য ভোট শুরু হয়। ইতিমধ্যেই ভোটাধিকার প্রয়োগ করতে ভোটের লাইনে দাঁড়িয়েছেন আম জনতা।

অন্যদিকে পড়শি রাজ্য মণিপুরে হিংসার ক্ষত এখনও টাটকা। তার মাঝে মিজোরামে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। ভোট উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিজোরামকে। তবে সকাল সকাল ভোট গিয়ে ব্যর্থ হয়ে হয়ে ফিরে এলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি।

Free Access

Related Articles