দেশ

ফাইবারনেট দুর্নীতিতে চার্জশিট, চন্দ্রবাবুকে নিয়ে অস্বস্তি বিজেপির

Chandrababu Naidu

The Truth of Bengal: সামনেই অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোট।তার আগে দুর্নীতি ইস্যুতে সরগরম সেরাজ্যের রাজনীতি। টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে অন্ধ্রপ্রদেশ সরকার।যার  মধ্যে সব থেকে বড় ইস্যু হল ফাইবার নেট দুর্নীতি মামলা।এই মামলায় চন্দ্রবাবু নাইডুর নাম চার্জশিটে থাকায় শোরগোল বেঁধেছে।টিডিপির অভিযোগ

  • ১১৪কোটি টাকার ফাইবারনেট দুর্নীতিতে চন্দ্রবাবুকে জড়ানো হচ্ছে
  • চন্দ্রবাবুকে চাপে রাখতেই এই খেলা  অন্ধ্রপ্রদেশ সরকারের
  • চক্রান্তের জন্য মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে নিশানা টিডিপির

কী এই ফাইবার নেট দুর্নীতি মামলা ? কেন চন্দ্রবাবুর দিকে আঙুল উঠছে।২০১৫ সালে চন্দ্রবাবু যখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন  তখন অন্ধ্রের ছেলেমেয়েদের  কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য প্রকল্প নেওয়া হয়।সেই প্রকল্পে একটি বেসরকারি সংস্থার সঙ্গে সমঝোতাপত্র  স্বাক্ষর করে অন্ধ্র সরকার। মউয়ে বলা ছিল, এই প্রকল্পের ১০ শতাংশ খরচ বহন করবে রা্জ্য সরকার আর বাকি ৯০ শতাংশ ওই বেসরকারি সংস্থা।

  • অভিযোগ, চুক্তি মোতাবেক বেসরকারি সংস্থাটি টাকা দেয়নি
  • অন্ধ্রের সরকারি কোষাগার থেকেই  টাকা মেটানো হয়
  • চন্দ্রবাবুর ঘনিষ্ঠ শিল্পপতিদের মোটা টাকা পাইয়ে দেওয়া হয়

সেপ্টেম্বরে ‘অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলা’য় চন্দ্রবাবুকে গ্রেফতার করেছিল জগনের সিআইডি। এক মাসেরও বেশই সময় জেলে কাটিয়ে ‘স্বাস্থ্যের কারণে’ জামিনে মুক্তি পান তিনি।এখন বিধানসভা ভোটের আগে চন্দ্রবাবু নাইডুকে মূল অভিযুক্ত করার বিজেপিও চাপে।কারণ চন্দ্রবাবু নাইডুকে এনডিএতে নেওয়ার চেষ্টায় বিজেপি।তাতে প্রশ্ন দুর্নীতিতে অভিযুক্ত চন্দ্রবাবুর  সঙ্গে কী হাত ধরবেন বিজেপির দিল্লির নেতারা ?

Related Articles