দেশ

ভারত-মায়ানমার সীমান্তে নিরাপত্তায় জোর, সীমান্তে কাঁটাতার দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের

Centre's decision to put barbed wire on India-Myanmar border for security

Truth Of Bengal : ভারত-মায়নমার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ৩১ হাজার কোটি টাকা ব্যায় করে সীমান্ত বরাবর বসানো হবে কাঁটাতার। ইতিমধ্যেই মায়নমার সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল  ঘিরে ফেলার কথা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মণিপুরে অশান্তির আবহ অব্যাহত। সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্রশস্ত্রের চোরা চালানের অভিযোগ নতুন কিছু নয়। মণিপুর অগ্নিগর্ভ হয়ে ওঠার অন্যতম কারণ সীমান্ত এলাকার এই পরিস্থিতি। সীমান্তের এই ছবির বদল ঘটাতে এবার কেন্দ্রের বড় সিদ্ধান্ত।  ভারত-মায়ানমার সীমান্তে নজরদারিতে কড়াকড়ি করার সিদ্ধান্ত। সীমান্ত ঘেরা হবে কাঁটাতার দিয়ে। মোট ১ হাজার ৬৪৩ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসানো ও সড়ক নির্মানের জন্য মিলেছে কেন্দ্রীয় অনুমোদন। প্রায় ৩১ হাজার টাকা ব্যায় করে ওই সীমান্ত বরাবর বসানো হবে কাঁটাতার।

সূত্রের খবর, ইতিমধ্যেই মণিপুর সীমাম্ত বরাবর এলাকায় প্রায় ১০ কিলোমিটার কাঁটাতার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। তবে শুধুমাত্র মণিপুরই নয়, মণিপুর ছাড়াও মিজোরাম, নাগাল্যান্ড ও অরুনাচল প্রদেশের সঙ্গে রয়েছে মায়ানমার সীমান্ত। ২১ কিলোমিটার জুড়ে এই মুহূর্তে কাটাতার বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। মণিপুরে এই অশান্তির পরিস্থিতিতে মায়ানমারের সঙ্গে গোটা সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত অত্যন্তই তাতপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত হয়ে পাচারচক্রীদের আনাগোনা রোখা সম্ভব হবে। তাতেই মনে করা হচ্ছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে হিংসার পরিমান কমবে অনেকাংশে।