দেশ
Trending

কেন্দ্রীয় সরকার-কৃষকদের চতুর্থ দফার বৈঠক, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে নয়া প্রস্তাব

Central Government-Farmers Fourth Phase Meeting

The Truth Of Bengal : রবিবার মধ্যরাতে শেষ হয় কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের চতুর্থ দফার বৈঠক। এই বৈঠক থেকেও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি বলেই জানা গিয়েছে। অবশ্য রিপোর্ট অনুযায়ী, বৈঠকে কেন্দ্রের তরফ থেকে ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের।

ন্যূনতম সহায়ক মূল্যকে শস্য বৈচিত্র্যের সঙ্গে জুড়তে চাইছে সরকার। তবে এই প্রস্তাব এখনও পর্যন্ত গ্রহণ বা নাকচ করেননি কৃষকরা। এদিকে বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানান, উভয় পক্ষই এটা মেনে নিয়ে নিয়ে যে কৃষক, সাধারণ মানুষ এবং অর্থনীতির উন্নয়নের স্বার্থে আমাদের গতানুগতিক ধারণা ছেড়ে সমাধানসূত্র বের করতে হবে।

রবিবার সন্ধ্যায় চণ্ডীগড়ে কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক নেতাদের মধ্যে চতুর্থ দফার বৈঠক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, কৃষক নেতাদের সঙ্গে ইতিবাচক আলোচনা ও বিস্তারিত আলোচনা হয়েছে। এই মতবিনিময় এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন হাজার হাজার প্রতিবাদী কৃষক পঞ্জাব-হরিয়ানা সীমান্তে শিবির স্থাপন করছেন।কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, সরকার চার ফসলের উপর পাঁচ বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্য দিতে প্রস্তুত।

কৃষকদের পাঁচ বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে সরকারি সংস্থাগুলি দ্বারা ডাল, ভুট্টা এবং তুলো ফসল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এনসিসিএফ এবং নাফেড এর মতো সমবায়গুলি ‘অড়হর ডাল’, ‘উরাদ ডাল’, ‘মসুর ডাল’ বা ভুট্টা চাষকারী কৃষকদের সাথে চুক্তি করবে। আগামী পাঁচ বছরের জন্য তাঁদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যে কেনা হবে। ক্রয়ের পরিমাণের কোনও সীমা থাকবে না অর্থাৎ সীমাহীন এবং এর জন্য একটি পোর্টাল তৈরি করা হবে।

 

FREE ACCESS

Related Articles