দেশ

ডাক্তারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগাম, কড়া পদক্ষেপ কেন্দ্রের

Center takes strict action against doctors' use of social media

Truth Of Bengal: সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে নিজের সুখ্যাতি বাড়ানোর প্রবণতা বেশ কিছু চিকিৎসকের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে রোগীদের দিয়ে নিজের প্রশংসা করানো কিংবা চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন অনেকে। এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, চিকিৎসকরা আর নিজেদের প্রচারের কাজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। কমিশন জানিয়ে দিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড ডাক্তারির নৈতিকতার বিরোধী।

মেডিক্যাল কমিশনের নির্দেশাবলিঃ

১. রোগীকে দিয়ে ভিডিও বানিয়ে চিকিৎসকের প্রশংসা করানো সম্পূর্ণ অনৈতিক।

২. সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর জন্য এজেন্সির সাহায্য নেওয়া নিষিদ্ধ।

৩. চিকিৎসা সংক্রান্ত কোনও পণ্য, ওষুধ, পরিষেবা বা পরীক্ষার বিজ্ঞাপন করা যাবে না।

৪. রোগীকে সরাসরি বা পরোক্ষভাবে কোনও ডাক্তারি পরিষেবা নেওয়ার আবেদন জানানো নিয়ম লঙ্ঘন।

৫. সোশ্যাল মিডিয়ায় ডাক্তারির নৈতিকতা বজায় রাখতে হবে এবং কোনওভাবেই প্রতারণার আশ্রয় নেওয়া চলবে না।

কমিশনের মতে, কিছু অসাধু চিকিৎসক নিজেদের ভুয়ো পরিচিতি তৈরি করতে সোশ্যাল মিডিয়ায় সাজানো রোগীদের ব্যবহার করে থাকেন। এর ফলে বহু মানুষ বিভ্রান্ত হয়ে সেই চিকিৎসকদের কাছে গিয়ে প্রতারিত হচ্ছেন। এমনকি, অনেক সময় বিপুল অর্থও হারাচ্ছেন। সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে রক্ষা করতেই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এই পদক্ষেপের ফলে চিকিৎসকদের মধ্যে পেশাগত সততার মান বজায় থাকবে বলে আশা করছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন।

Related Articles