
Truth of Bengal: জ্বর, সর্দি-কাশির পাশাপাশি একাধিক অ্যালার্জির ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র। বাতিল হল ১৫৬ টি গুরুত্বপূর্ণ ওষুধ। প্রসঙ্গত, চলতি মরসুমে প্রায় ঘরে ঘরেই সর্দি-কাশি, জ্বর সহ মাথা ব্যাথা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যার জেরে ওষুধের দোকানগুলিও বাড়ছে ভিড়। তবে এর মধ্যেই ১৫৬টি ওষুধ বাতিলের নির্দেশিকা জারি করেছে সরকার।
যে ওযুধগুলি মূলত বাতিলের তালিকায় রয়েছে, তাতে নির্দিষ্ট অনুপাতে দুই বা তার বেশি ফার্মাসিউটক্যাল উতপাদনের সংমিশ্রণ থাকে। সেগুলিকেই বলে এফডিসি ওষুধ। কেন্দ্রের তরফ থেকে জানানো হচ্ছে, এই ধরণের এফডিসি বা ককটেল ওষুধ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বাজারে রয়েছে এসব ওষুধের একাধিক বিকল্প, যা এই সমস্ত ওষুধের তুলনায় অনেকটাই নিরাপদ।
বাতিল হওয়া ওষুধের তালিকায় রয়েছে, সেট্রিজিন এইচসিএল প্যারাসিটামল ফেনিলেফ্রিন, মেফেনামিক অ্যাসিড প্যারাসিটামল ইঞ্জেকশন, প্যারাসিটামল ক্লোরফেনিরামাইন ম্যালেট ফিনাইল প্রোপানোলামাইন, লেভোসেট্রিজিন ফেনিলেফ্রিন এইচসিএল প্যারাসিটামল ইত্যাদি।
এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে, প্যারাসিটামল, ট্রামাডল, টরিন এবং ক্যাফেইনের সংমিশ্রণে তৈরি ওষুধগুলিও। সেইসঙ্গে এই তালিকায় বহু দিন ধরে উতপাদন নির্মাতা সংস্থাগুলির তরফ থেকে বন্ধ করে দেওয়া ওষুধও এই তালিকাভুক্ত।