শ্রীনগর বিমানবন্দরে NC বিধায়কের ব্যাগে কার্তুজ! জিজ্ঞাসাবাদের পরেই প্রকাশ্যে আসল রহস্য
Cartridge in NC MLA's bag at Srinagar Airport! Only after interrogation the real secret is revealed

Truth Of Bengal, Barsa Sahoo : শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে জম্মু ও কাশ্মীর সরকারের ন্যাশনাল কনফারেন্স পার্টির বিধায়ক বশির আহমেদের ব্যাগ থেকে উদ্ধার কার্তুজ। এরপর তিনি জানান, মোট যতগুলি কার্তুজ উদ্ধার করা হয়েছে সবকটিরই লাইসেন্স তাঁর কাছে রয়েছে। এ মামলায় রবিবার তাকে আটক করা হয়।
Dispelling the fake rumours, JKNC senior leader & Bijbehara MLA Dr Bashir Veeri (@DrVeeri) addresses the media. pic.twitter.com/3XHDfA1VSU
— JKNC (@JKNC_) October 27, 2024
শ্রীগুফওয়ারা-বিজবেহারার ন্যাশনাল কনফারেন্স বিধায়ক বশির আহমেদ ভিরির একটি ভিডিও জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। শেয়ার করা ভডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি জম্মু যাচ্ছিলাম। এই কার্তুজগুলির বৈধ লাইসেন্স আমার কাছে রয়েছে। দুর্ভাগ্যবশত আমার ব্যাগে এই ডায়েরিটি রয়েছে। এতে এক বা দুটি কার্তুজ অবশিষ্ট ছিল। তারপর এটিকে স্ক্যান করলে আসল সত্য ধরা পড়ে। এরপরেই শুরু হয় তদন্ত। লাইসেন্স এবং নথিপত্র পরীক্ষা করে দেখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।”
এরপর তিনি বিরোধীদের বিরুদ্ধে ঘটনাকে অতিরঞ্জিত করার অভিযোগ করেন। তিনি বলেন, “এখন বিরোধীরা বিষয়টি বাড়ানোর চেষ্টা করলেও তাতে আমার কিছু যায় আসবে না”। এরপর লাইসেন্সটি দেখিয়ে তিনি বলেন, এসবের কারণে তিনি তাঁর ফ্লাইট মিস করেছেন। তাই এখন তাঁকে সড়কপথে যাতায়াত করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, তাঁর যে গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি হবে তাতে তাঁর কোন কষ্ট নেই। বরং নিরাপত্তা বিভাগ যে এত ভালোভাবে কাজ করছে তাতেই তিনি খুব খুশি।
ঠিক কী ঘটেছিল?
রবিবার, এনসি বিধায়ক বশির ভিরি ইন্ডিগো ফ্লাইটে যাত্রার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু চেকিংয়ের সময়, তার ব্যাগ থেকে জীবন্ত কার্তুজ উদ্ধার হয়। তারপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলে। তবে জিজ্ঞাসাবাদ ও তদন্তে বশির তার লাইসেন্স দেখায়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। বশির আহমেদ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে আনেন এবং তিনি নিজেই পুরো ঘটনার সত্যতা জানান।