দেশ

ভারী বৃষ্টিতে বেসামাল হরিদ্বার, ভেসে গেল নামীদামী গাড়ি !

Cars, Buses Swept Away By Strong Currents In Haridwar After Heavy Rain

The Truth of Bengal: দেশের নানা অংশের মতোই উত্তরাখণ্ডে বর্ষা প্রবেশ করেছে।যারজন্য মুষল ধারে চলছে বৃষ্টি।আর লাগাতার বৃষ্টিতে ফুঁসছে নদীগুলো।জলস্তর বেড়ে যাওয়ায় বিপদ বাড়ছে। দেখা যায়,শ্মশানে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি জলের তোড়ে ভেসে যায়। কিভাবে গাড়িগুলো খেলনার মতো ভেসে যায় দেখুন…

ছবিতে আরও দেখা যায়, হর কি পৌরিতে বহু গাড়ি ডুবে গেছে। চার চাকার গাড়িগুলো জলের স্রোতে খেই হারিয়ে ফেলে। শ্মশানে রাখা সমস্ত গাড়িই একের পর এক ভেসে যেতে দেখা যায়।সেই ঘটনা ভাইরাল হতেই দেশজুড়ে আশঙ্কা তৈরি হয়েছে।এবার কী তাহলে উত্তরাখণ্ডে জলের তোড়ে বাকি জায়গাও তলিয়ে যাবে?

বৃষ্টি থামার কোনও লক্ষ্ণণ নেই।বরং আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন।তথ্য বলছে, শুক্রবার রানিখেতে ২৮ মিলিমিটার, লালঢাঙে ২৭, দেহরাদূনে ১৮, নৈনিতালে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দিনে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আইএমডি জানিয়েছে।

Related Articles