ডিভাইডারে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল গাড়ি, নিহত ২
Car crushes workers sleeping on divider, 2 killed

Truth Of Bengal: উত্তর প্রদেশের লখনউয়ের হাসানগঞ্জে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে একটি টাটা সুমো ডিভাইডারে ঘুমন্ত শ্রমিকদের পিষে ফেলে। এই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পর, সকলকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে গুরুতর আহত দুই শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। এছাড়াও, গুরুতর আহত আরও দুই শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে নাদোয়া কলেজ রোডে।
রাত ১২:৩০ মিনিটে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে, যখন হনুমান সেতু থেকে একটি সুমো দ্রুত গতিতে আসছিল, শ্রমিকরা সেখানে ডিভাইডারের উপর ঘুমাচ্ছিলেন। তারপর সুমোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শ্রমিকদের উপর উঠে যায়, তাদের চাপা দিয়ে একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায় সুমোটি। দুর্ঘটনার পর সুমো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়।
এরপর, ডিভাইডারে যন্ত্রণায় কাতর শ্রমিকদের দেখে পাশ দিয়ে যাওয়া লোকজন পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (কেজেএমইউ) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসক শ্রমিকদের মৃত ঘোষণা করেন। দুই শ্রমিক এখনও গুরুতর এবং তাঁদের চিকিৎসা চলছে। গোটা বিষয়টির তদন্ত করছে পুলিশ। ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে এবং দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার জন্য পুলিশ কাছাকাছি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করছে। এর পাশাপাশি, পুলিশ পলাতক চালককেও খুঁজছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত শ্রমিকদেরও শনাক্ত করা হচ্ছে। এখনও তাঁদের পরিচয় জানা যায়নি বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি খুব দ্রুত গতিতে চলছিল। শ্রমিকদের পিষে ফেলার পর, গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অনেক দূরে গিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে।