ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আইএমডি..
Capital Delhi is shivering in the cold, IMD has predicted moderate rainfall.

The Truth Of Bengal: বড়দিন এবং নতুন বছরের আগে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। একদিকে দিল্লি কাঁপছে কনকনে ঠান্ডায়, অন্যদিকে বানভাসী তামিলনাড়ু। শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে দিল্লির আকাশ ঢাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আইএমডি।
গোটা উত্তরবারত জুড়ে চলছে শীতের দাপট। শৈত্যপ্রবাহ চলছে একাধিক রাজ্যে। বেশিরবাগ সমতলভাগেই তাপমাত্রার পারদ রয়েছে নিম্নমুখী। হুহু করে উত্তরে হাওয়া বইতে শুরু করেছে মহারাষ্ট্রে। পারদ পতন শুরু হলেও, ঠান্ডা স্থায়ী হচ্ছে না। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড়, ওড়িশায় ৪-৮ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ। অন্যদিকে অসম, মেঘালয়ে, মণিপুর, নাগাল্যান্ড মূলত রয়েছে কুয়াশাচ্ছন্ন। তবে হাঁড় কাপানো ঠান্ডা অনুবূত হচ্ছে রাজধানী দিল্লিতে। আবহাওয়াবিদদের পূর্বাভাস মতো চলতি মরশুমের শীতকাল অপেক্ষাকৃতভাবে গরম। তা সত্ত্বেও ডিসেম্বরের শেষের দিকে তাপমাত্রার পারদ নিম্নমুখী বেশ খানিকটাই।
শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশায় মুড়েছে রাজধানী। যার কারণে দৃশ্যমান্যতাও ভীষণ কম। এরমাধ্য়েই এবার আইএমডির পূর্বাভাস এল মাঝারি থেকে হাল্কা বৃষ্টির। শুক্রবার রাত থেকে সনিবার সকাল পর্ষ ন্ত এই বৃষ্টির সম্ভাবনার কথা আইএমডি জানিয়েছে। এর কারম হিসেবে পশ্চিমী ঝঞ্ঝাই জানা যাচ্ছে। শনিবারও আকাশ মূলত মেঘলাই থাকবে। তবে ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। দিল্লিতে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হলেও দূষণের সূচকমাত্রা কমছে না কিছুতেই। শুক্রবার সকাল থেকই এই মাত্রা অতিরিক্ত হারে খারাপ বলে জানিয়েছে, পলিউশন কন্ট্রোল বোর্ড। একিউআই পৌঁছল ৩৬১ তে।
Free Access