দেশ

চরমপন্থা দমন করে ‘ভারতবন্ধু’ হতে চান কানাডার প্রধানমন্ত্রী

Canadian PM wants to be 'India-friendly' by tackling extremism

Truth of Bengal: ভারতের দীর্ঘদিনের অভিযোগ, কানাডা খালিস্তানি চরমপন্থীদের আখড়া হয়ে উঠছে। এছাড়াও সেদেশের প্রধানমন্ত্রীও একাধিকবার প্রমাণ দিয়েছেন, তাঁর ভারত বিরোধী মনোভাবের। তিনি ক্ষমতায় থাকাকালীন সময়েই হরদ্বীপ সিং নিজ্জর, যিনি একজন খালিস্তানী নেতা ছিলেন, তাঁর খুনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। তবে ট্রুডোর উত্তরসুরী মার্ক কারনি সেই পথে হাঁটতে নারাজ।

নয়া দিল্লির সঙ্গে সম্পর্ক ঠিক করতেই উদ্যোগ তার। বাড়িয়ে দেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত। চরমপন্থা ও বিচ্ছিন্নতাবাদের জন্য দুইদেশের সম্পর্কের ফাটল দেখা গিয়েছে বলে বার্তা দিল্লির। এবার আশা করা যাচ্ছে, পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করেই ঠিক হবে এই সম্পর্ক।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন কারনি। তবে সেই নির্বাচনের আগে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে কেন্দ্র করে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার না করতে চাওয়ার কথা জানিয়েছিলেন। তাঁর কথায়, “কানাডা বাণিজ্যিক সম্পর্কে বৈচিত্র চায়। তাই সমমনা দেশগুলোর সহযোগীতা প্রয়োজন। এক্ষেত্রে বারতের সঙো্গে সুসম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা।” মসনদে বসার পরই এই বিষয়ের উপর বিশেষ নজর দেন কারনি।

এই প্রসঙ্গে বিদেশমনত্রকের মুখপাত্রকে সাংবাদিদের তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে জানান, তাদের চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে লাইসেন্স দিয়েছে কানাডা। যার জেরেই অবনতি হয়েছে দুদেশের সম্পর্কের। তবে বর্তমানে আশা করা যায়, পারস্পরিক বিশ্বাস ও সংব্দনশীলতার উপ ভিত্তি করেই পুননির্মান করা যাবে ভারত-কানাডা সম্পর্ক।

Related Articles