দেশ

নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে ২৬টি রাফাল যুদ্ধবিমান, অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রীসভার

Cabinet approves induction of 26 Rafale fighter jets into Indian Navy

Truth Of Bengal: ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) দেশের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধবিমান কেনার চুক্তি অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী, ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান ফ্রান্স থেকে কেনা হবে। পুরো চুক্তির মূল্য ধরা হয়েছে ৬৩,০০০ কোটি টাকার বেশি। এটি ভারত ও ফ্রান্সের মধ্যে সরকার-টু-সরকার চুক্তির মাধ্যমে সম্পন্ন হবে।

এই চুক্তির আওতায় ২২টি এক সিটের এবং ৪টি দুই সিটের রাফাল মেরিন বিমান থাকবে। এছাড়াও এতে থাকছে একটি পূর্ণাঙ্গ সাপোর্ট প্যাকেজ, যার মধ্যে রয়েছে বিমান রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা, কর্মীদের প্রশিক্ষণ এবং ভারতের ভেতরে কিছু যন্ত্রাংশ তৈরি করার ব্যবস্থা।

চুক্তি সই হওয়ার প্রায় পাঁচ বছর পর থেকে রাফাল মেরিন বিমান সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই যুদ্ধবিমানগুলো ভারতের প্রথম নিজস্বভাবে তৈরি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত-এ মোতায়েন করা হবে এবং বর্তমানে ব্যবহৃত MiG-29K যুদ্ধবিমানের সঙ্গে মিলিতভাবে কাজ করবে।

উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনী (IAF) ইতিমধ্যেই আম্বালা ও হাসিমারা ঘাঁটি থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান পরিচালনা করছে। নতুন রাফাল মেরিন চুক্তি বিমান বাহিনীর ক্ষমতাও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে ‘বাডি-বাডি’ এয়ার রিফুয়েলিং সিস্টেমের উন্নয়নের মাধ্যমে। এই ব্যবস্থায় প্রায় ১০টি রাফাল বিমান অন্য বিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ করতে পারবে, যার ফলে অপারেশনাল রেঞ্জ অনেকটাই বাড়বে।

চুক্তিটি এই মাসের শেষ দিকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুর ভারত সফরের সময় সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র অনুযায়ী, চুক্তি সম্পন্ন হওয়ার পাঁচ বছরের মধ্যে বিমান সরবরাহ শুরু হবে।

Related Articles