BIG BREAKING : বেঙ্গালুরু বিস্ফোরণের মাধ্যমে ভারতজুড়ে আতঙ্ক ছড়াতে চায় নাশকতাকারীরা, মিলল চাঞ্চল্যকর তথ্য
BIG BREAKING : Terrorists want to spread terror across India through Bengaluru blasts, found sensational information

The Truth Of Bengal : বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডে আবারও মিলল চাঞ্চল্যকর তথ্য।মুসাভির হুসেন শাজিব এবং আব্দুল মতিন তাহাকে জেরা করে এনআইএ জানতে পেরেছে,মূলতঃ ভারতে অস্থিরতা ছড়াতেই এই নাশকতা করা হয়। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তুলতেও তাঁরা সক্রিয় ছিল বলে এনআইএ-র সূত্রে খবর। দুই অভিযুক্তই পূর্ব মেদিনীপুর জেলায় আত্মগোপন করেছিল। দুই নাশকতাকারী,সুপ্ত অবস্থায় ছিল। তারপর তাঁরা নতুন জায়গায় নাশকতার ছক কষে। এনআইএ-র এক আধিকারিকের তরফে জানা গেছে, সন্দেহভাজন দুই যুবক তারা ভারতে থেকেই এই কার্যকলাপ চালায়।কখনই তারা বিদেশে যাওয়ার কথা ভাবেনি।কারণ তাঁদের উদ্দেশ্য ছিল এদেশে অস্থিরতা ছড়ানো।
এই কাজের গতিপ্রকৃতি দেখে তদন্তকারীরা বলছেন,ইন্ডিয়ার মুজাহিদিনের মতো সংগঠন কেবল ভারতের ভিতরেই নাশকতা চালাতে চায়।তারা ভিনদেশে ফোকাস করে না। তদন্তকারীদের তরফে আরও তথ্য মিলেছে. যে সন্ত্রাস সৃষ্টির এই কারিগররা মূলতঃ টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপস ব্যবহার করে যোগাযোগ রাখত নিজেদের সংগঠনের মধ্যে। এভাবেই তারা বার্তা বিনিময় করত। তাদের আবার কোনও রকম মানবিক দিক দিয়ে দুর্বলতা ছিল না।কেবল মাতিনই তার মায়ের সঙ্গে কথা বলত। গোয়েন্দাদের চোখে ধুলো দিতে দুই নাশকতাকারী নানারকম আইডি ব্যবহার করত।প্রায় ১২টি আইডি বিভিন্ন নামে তারা খুলে রাখে।জাল আধারকার্ড বের করে সন্ত্রাসবাদীরা হোটেল সহ নানা আস্তানায় ঘুরে বেড়াত।
তারা পুরোপুরিভাবে ভারত বিরোধী ও প্রতিষ্ঠান বিরোধী কার্যকলাপে যুক্ত ছিল বলে এনআইএ জানতে পেরেছে। কিন্তু তারা কোনও গুরুত্বপূর্ণ নেতা বা গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার জন্য ছক কষে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সেজন্য আরও জেরা চালানো হতে পারে। এদিকে, আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে, দুজনই চেন্নাই ছেড়ে অন্যত্র পালাতে চায়,ধরা পড়ে যাওয়ার ভয়ে। সেই কারণেই দুই নাশকতাকারী কলকাতায় গা ঢাকা দেয়।তারা নতুন আইডি তৈরি করে এরাজ্যের পুলিশ-প্রশাসনকে চোখে ধুলো দিতে চায়। সেজন্য তারা প্রথমেই বেছে নেয় পূর্ব মেদিনীপুরকে।দিঘায় গিয়ে জাল তথ্য ও ডকুমেন্ট পেশ করে গা ঢাকা দেয়।