দেশ

কর্নাটকে ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়েদুর্ঘটনার কবলে বাস

Bus carrying 60 students meets with accident in Karnataka

Truth Of Bengal: কপাল জোরে রক্ষা পেল কর্ণাটকের এক স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কর্ণাটকের বাসবী স্কুলের ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়েহাম্পি ও বিজয়পুরে একটি শিক্ষা সফরে বেরিয়েছিলেন ৭ শিক্ষক। গাড়ি ছাড়ার অল্পক্ষণের মধ্যেই কপ্পালের গঙ্গাবতী এলাকায় এসে বাসটির চাকা পিছলে যায়।দুর্ঘটনায় বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে। তবে, ভাগ্যক্রমে শিক্ষার্থী ও শিক্ষকরা সামান্য আঘাত পেলেও বড় ধরণের ক্ষতিরহাত থেকে বেঁচে যান তাঁরা। ঘটনাস্থলে উদ্ধারকারীরা দ্রুত পৌঁছে সবাইকে নিরাপদে উদ্ধার করেন।

Related Articles