মধ্যপ্রদেশে কিশোরী ধর্ষণে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার
বৃহস্পতিবারই অভিযুক্ত অটোরিকশা চালক ভরত সোনিকে গ্রেফতার করে

The Truth of Bengal: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি বুধবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, বাড়িটি তৈরি করা হয়েছিল অবৈধ ভাবে।
অতি সম্প্রতি একটি ১৫ বছর বয়সী কিশোরীর ভিডিও ভাইরাল হয়, দেখা যায় রক্তাক্ত অবস্থায় অর্ধ-নগ্ন হয়ে সাহায্যের জন্য দরজায় দরজায় ঘুরেছিল কিশোরীটি। ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাওয়ার পরেই, ব্যাপক ক্ষোভ দেখা দেয় দেশজুড়ে।
ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। বৃহস্পতিবারই অভিযুক্ত অটোরিকশা চালক ভরত সোনিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসে, অভিযুক্ত ভরত সোনি, কয়েক বছর ধরেই সরকারি জমি দখল করে, অবৈধ ভাবে বাড়ি বানিয়ে বসবাস করছিল। পুরসভার কমিশনার রোশন সিং বলেছেন, জমিটি যেহেতু সরকারি, তাই, বাড়িটি ভাঙার জন্য আগাম নোটিস জারি করার প্রয়োজন নেই। আগামিকাল বুধবার পুরসভায় পুলিশের সহায়তা নিয়ে বাড়িটিকে ভেঙে দেবে।
পুলিশ সূত্রের খবর, কিশোরী ধর্ষণের ঘটনার পর, তদন্তে নেমে প্রায় ৭০০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রাহ করেছে। তার থেকেই বহু সূত্র মেলার পরেই গ্রেফতার করা হয় ভরতকে। প্রায় ৩৫জন পুলিশকর্মী এই তদন্তে নিরলস কাজ করেছেন। চারদিন নাওয়া খাওয়া ভুলে আসামিকে ধরতে কাজ করেছিলেন।