দেশ

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম, বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত টুং ব্রিজ

Bridge Collapsed gangtok-lachen

The Truth of Bengal: ফের প্রকৃতির তাণ্ডবলীলা শুরু হয়েছে সিকিমে। গ্যাংটক থেকে লাচেন কিংবা লাচুং যাওয়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে বন্ধও করে দেওয়া হয়েছে সেই টুং ব্রিজ। বহু পর্যটক এর ফলে বিপাকে পড়েছে। এছাড়াও সিকিমের একাধিক জায়গায় এক নাগারে বৃষ্টির জেরে নামছে ধস। আতঙ্কে রয়েছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত সিকিমের একাধিক অংশ। বৃষ্টিপাতের জেরে সিকিমের একাধিক জায়গায় নেমেছে ধস।  এক নাগারে বৃষ্টিপাত হওয়ার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে টুং ব্রিজ ও। এই ব্রিজের মাধ্যমে বহু পর্যটক  গ্যাংটক থেকে লাচেন কিংবা লাচুং যান। গ্যাংটক গেলেই ভ্রমণপিপাসুরা অবশ্যই যান লাচেন ও লাচুং ভ্রমণে। ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে গ্যাংটক থেকে লাচেন ও লাচুং যেতে না পারায় আক্ষেপে সাধারণ পর্যটক। পর্যটকদের যাতায়াতের জন্য এই ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই আটকে পড়েছে বহু পর্যটক। পর্যটকদের অসুবিধা মেটাতে লাচেন মঙ্গন কেন্দ্রের SKM প্রার্থী সমদুপ লেপচার তড়িঘড়ি ৪ ঘণ্টার মধ্যে যাতায়াতের সুবিদার্থে একটি বিকল্প ব্রিজের ব্যবস্থা করে। খুব দ্রুতই মেরামতির কাজ শুরু হবে টুং ব্রিজে এমনটায় জানিয়েছে সেখানকার প্রশাসন।

কয়েকদিন ধরেই ভারতের উত্তর পূর্বে অংশে থাকা একাধিক অঞ্চল তীব্র বৃষ্টি ও তুষারপাতে বিধ্বস্ত। বাদ যায়নি সিকিমও। যার জেরে একাধিক রাস্তায় যান চলাচল ব্যহত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে স্থানীয়দের নিরাপদের কথা ভেবে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে বারণ করেছে সেখানকার প্রশাসন। সিকিমে যাওয়া পর্যটকেরা বিপদে পড়েছে এই সময়। সাইড সিন করতে গিয়ে পর্যটকরা মাঝপথেই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছেন। সিকিমের চুংথাং থেকে মঙ্গন যাওয়ার রাস্তায় নেমেছে ধস। গত বছরও সিকিমে প্রকৃতির ধ্বংসলীলা চলেছিল। আবারও সেই পুরনো স্মৃতি যেন ফিরে আসছে সিকিমের স্থানীয় বাসিন্দাদের কাছে। যার জন্য এখন থেকেই আতঙ্কিত সিকিমে যাওয়া পর্যটক থেকে শুরু করে সাধারণ বাসিন্দা।

Related Articles