দেশ

১৪ বছরের রেকর্ড ভেঙে চলতি বছরের দেশজুড়ে ৫৩৬ দিন তাপপ্রবাহ, তথ্য সামনে আনল মৌসম ভবন

Breaking the 14-year record of 536 days of heat wave this year across the country, Mausam Bhavan has brought forward the data

The Truth Of Bengal : জুনের মাঝামাঝিতে দেশে বর্ষা প্রবেশ করেছে। তীব্র তাপপ্রবাহের কবলে ছিল গোটা দেশ। তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়েছে বহু মানুষ প্রাণ হারিয়েছেন শতাধিক। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৪ বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ। গ্রীষ্মকালে মোট ৫৩৬ দিন তাপপ্রবাহের শিকার হয়েছেন দেশবাসী। মৌসম ভবনের তথ্য অনুযায়ী ১৯০১ সালের পর থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে সবথেকে উষ্ণতম মাস ছিল জুন। ২০১০ সালে মোট ৫৭৮ দিন তাপপ্রবাহের শিকার হতে হয়েছিল দেশবাসীকে। ২০২৪ সালের সেই সংখ্যা ৫৩৬ দিন। ২০১০ সালে জুন মাস থেকে একনাগারে ১৭৭ দিন তাপপ্রবাহ চলেছিল। ২০২৪ সালের জুন মাস থেকে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ দিন। উত্তর-পশ্চিম ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৪৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর পশ্চিম ভারতে জুনে সর্বোচ্চ তাপমাত্রা 1901 সালের রেকর্ড ভেঙেছিল।

একই সঙ্গে ছিল বৃষ্টির ঘাটতি উত্তর-পূর্ব ভারতের জুন মাসে 33 শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। জুনের মাঝামাঝিতে পশ্চিমী ঝঞ্জার অনুপস্থিতি উত্তর-পূর্ব ভারত ও মধ্য ভারতের তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার অন্যতম কারণ। জুন মাসে অন্যান্য বছর চারটি পশ্চিমী ঝঞ্জা তৈরি হয়। সে জায়গায় এবছর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছিল। পরিসংখ্যান বলছে চলতি বছরে গোটা দেশজুড়ে প্রায় 40 হাজার মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে একশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ ও জল সংকট দেখা গিয়েছে দেশের একাধিক রাজ্যে।

রাজস্থানের তাপমাত্রা পৌঁছেছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে রাজধানীতে একটানা ৪০ দিন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আবহাবিদদের মতে পরিবেশের উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ জলবায়ু দূষণই এই তাপপ্রবাহের মূল কারণ। চিন্তার বিষয় বিশ্ব উষ্ণায়নের জেরে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Related Articles