
Truth Of Bengal: উত্তর প্রদেশের আগ্রা থেকে একটি লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। এক ব্যক্তি, যিনি এক বিবাহিত নারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাঁকে ওই নারীর পরিবারের লোকেরা একটি ট্রাঙ্কে নগ্ন অবস্থায় লুকিয়ে থাকতে ধরে ফেলেন। এরপর ওই নারীর স্বামী ও পরিবারের সদস্যরা লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয় এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
आगरा में अपनी शादीशुदा प्रेमिका से मिलने पहुंचा युवकl
परिवार के लोगों को देखकर नंगी हालत में संदूक में घुस बैठाl
बाद में पकड़ कर उसकी पिटाई की गई l pic.twitter.com/PuTpxH7wLh
— Pravesh Pal (@pal_pravesh) April 22, 2025
জানা গেছে, পরিবারের লোকেরা কিছু সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে ওই নারী তাঁর ওই প্রেমিককে একটি ট্রাঙ্কে লুকিয়ে রাখেন। পরে তাঁরা ট্রাঙ্ক খুলে তাঁকে নগ্ন অবস্থায় খুঁজে পান। এরপর শুরু হয় নির্মম মারধর। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি হাতজোড় করে বারবার প্রাণভিক্ষা চাইছেন, কিন্তু তাতেও থামেনি মারধর। এমনকি তাঁর হাতও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রাও ছুটে আসেন।
ঠিক এরকম আরেকটি ঘটনা ঘটেছে উত্তর প্রদেশেরই সম্বল জেলায়। সেখানে এক নারী ও তাঁর প্রেমিককে পরিবারের লোকেরা বেঁধে রেখে নির্মমভাবে মারধর করেন। জানা গেছে, তারা পরকীয়ার সম্পর্কের মধ্যে ছিলেন এবং তাঁদের নিজ নিজ সঙ্গীরা তাঁদের একটি ঘর থেকে হাতে-নাতে ধরে ফেলেন। এই ঘটনাটিও ক্যামেরাবন্দি হয় এবং ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। উভয় ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনার বিষয়ে নজর দিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।