দেশ
Trending

বিরল মস্তিষ্ক খাদক অ্যামিবার সংক্রমণে বালকের মৃত্যু কেরালায়

Boy dies of rare brain-eating amoeba infection in Kerala

The Truth Of Bengal: বিরল মস্তিষ্ক খাওয়া অ্যামিবার সংক্রমণে মৃত্যু হয়েছে একটি ১৪ বছর বয়সী ছেলের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে। মে মাস থেকে এখনও পর্যন্ত কেরালায় এটি তৃতীয় মারাত্মক সংক্রমণের ঘটনা।

একটি ১৪ বছরের ছেলে যে অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস সংক্রমেণর চিকিৎসার জন্য কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল, বুধবার রাত ১১.২০ মিনিটে তার মৃত্যু হয়। ছেলেটির নাম মৃদুল। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ছেলেটি একটি পুকুরে স্নান করতে গিয়ে ডুব দিয়েছিল। তখনই দূষিত জল থেকে এই মুক্ত-জীবন্ত, অ-পরজীবী অ্যামিবা ব্যাকটেরিয়া নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়।

কেরালার স্বাস্থ্য বিভাগ প্রথম সংক্রমণের ঘটনাটি সামনে এসেছিল ২১ মে, মালাপ্পুরম জেলা থেকে। একটি পাঁচ বছর বয়সী শিশু কন্যার মৃত্যু ঘটে এই সংক্রমণের ফলে। এরপর দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি ঘটে ২৫ জুন কান্নুর শহরে, যেখানে এই একই সংক্রমণে মারা যায় ১৩ বছর বয়সী একটি মেয়ে। এবার এই মারাত্মক প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণে তৃতীয় মৃত্যুর খবর পাওয়া গেল কোঝিকোড়ে।

কেরালার স্বাস্থ্য দপ্তর জনসাধারণকে অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিসের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। এই সংক্রামক রোগটি এর আগেও ২০১৭ ও ২০২৩ সালে কেরালার উপকূলীয় জেলা আলাপ্পুঝায় দেখা গিয়েছিল।

Related Articles