দিল্লি থেকে কানাডাগামী বিমানে বোমাতঙ্ক, উড়ো ইমেইল ঘিরে আতঙ্কে যাত্রীরা
Bomb threat on flight from Delhi to Canada, passengers panic over in-flight email

The Truth Of Bengal : কানাডার টরেন্টর উদ্দেশ্যে একটি প্লেন রওনার আগেই একটি উড়ো ইমেইল ঘিরে উত্তেজনা ছড়ালো বিমানবন্দর চত্বরে। ঘটনাটি ঘটেছে কানাডায়।
সূত্রের খবর, মঙ্গলবার রাত ১০:৫০ মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এর দফতরে একটি ইমেইল আসে। ইমেইলে লেখা ছিল এয়ার কানাডা এসি ৪৩ প্লেনের মধ্যে বোমা মজুত রয়েছে। এরপর ওই প্লেনটি সম্পূর্ণরূপে খতিয়ে দেখা হয়। কিন্তু তাতে কোন রকমের কোন সন্দেহজনক কিছু মেলে না। তবে এই খবর শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন প্লেনের যাত্রীরা।
প্রসঙ্গত, শুধুমাত্র এইবারই প্রথম বার নয়, এর আগেও বহুবার এই ধরনের হুমকি প্রকাশ্যে এসেছে। ভিস্তারার একটি উড়ান প্যারিস থেকে ৩০৬ জন যাত্রীকে নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখানেও ছড়িয়েছিল বোমাতঙ্ক। আরে বোম আতঙ্কের জেরে ভারতের বাণিজ্য নগরীর বিমানবন্দরে জারি হয় জরুরী কালীন অবস্থা। এরপর রবিবার বিস্তারার তরফ থেকে জানানো হয়েছিল, প্যারিসের চার্লস দি গল বিমানবন্দর থেকে মুম্বাই গামী একটি বিমান থেকে একটি হাতে লেখা নোট উদ্ধার হয়েছিল। তাতেই নাকি বোমা রাখা ছিল। ফলের স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্লেনের মধ্যে।