দেশ

পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে বোমা হামলার হুমকি! আতঙ্কে ফাঁকা আদালত চত্বর

Bomb threat at Punjab and Haryana High Court! Court premises empty in panic

Truth Of Bengal: পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে বৃহস্পতিবার দুপুরে এক বোমা হামলার হুমকি ইমেল আসার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হুমকির ইমেলে লেখা ছিল, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে আদালত। মৃত্যু হতে পারে বহু মানুষের।”

ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই আদালতের সব কক্ষ দ্রুত ফাঁকা করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে চণ্ডীগড় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। উপস্থিত হয়েছে বোম্ব স্কোয়াডও। তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত কোনও বোমার খোঁজ মেলেনি। তদন্তকারী আধিকারিকদের মতে, ইমেলে থাকা প্রেরকের নাম ভুয়ো বলে মনে করা হচ্ছে। তবে হুমকিটি মিথ্যা কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এই ঘটনার পর আদালত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক ও নিরাপদ হলে তবেই আদালত খোলা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শহরে এর আগেও এমন ভুয়ো হুমকির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলেও গুরুগ্রামের একটি নিম্ন আদালতে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল, যা পরে ভুয়ো প্রমাণিত হয়।

একদিন পরেই পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে এই হুমকি মেলে, যার ফলে আরও সতর্ক হয়েছে প্রশাসন। তদন্ত চলছে, কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।

Related Articles