
Truth Of Bengal: ফের দিল্লির একের পর এক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা। সাতসকালেই নামকরা একের পর এক ৪০টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ই-মেইল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। হুমকি ই-মেইলের খবর সামনে আসতেই তড়িঘড়ি স্কুলে আসা সমস্ত পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলে পৌছে গিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াড।
সোমবার সকাল থেকেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সপ্তাহ শুরুর সকালেই দিল্লির পশ্চিম বিহার ও আরকে পুরম এলাকায় দু’টি নামকরা বেসরকারি স্কুলে হুমকি ই-মেইল এসে পৌঁছয়। পড়ুয়ারা স্কুলে একে একে ঢুকতে শুরু করছিল। পাশাপাশি ঢুকছিল স্কুল বাসগুলিও। সন্তানদের স্কুলে ছাড়ার জন্য অভিভাবকরাও এসে পৌঁছন। হঠাৎ বোমা রাখার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় রাজধানীতে। স্কুল পড়ুয়া ও অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি স্কুল পড়ুয়াদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে জানা যায়, হুমকি ইমেইলে উল্লেখ করা রয়েছে, স্কুলে বোমা লুকিয়ে রাখা হয়েছে। ফাটলে অনেকের ক্ষতির আশঙ্কা রয়েছে। ২৫ লক্ষ টাকা দিলে তবেই বোমা নিষ্ক্রিয় করা হবে। এদিকে বোমা আতঙ্কে সোমবারের জন্য স্কুলের পঠন-পাঠন বন্ধ রাখা হয়েছে। বোমা রাখার খবর পেয়েই স্কুলগুলিতে পৌঁছেছে পুলিশ, বম্ব স্কোয়াড ডগ স্কোয়াড ও দমকল। স্কুলগুলিতে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও সন্দেহজনক বস্তুর হদিশ মেলেনি। ফলে মনে করা হচ্ছে, এবারও ভুয়ো হুমকি দেওয়া হয়েছে। এদিকে, ইমেইলগুলো কে, কোথা থেকেই বা পাঠিয়েছেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।