
The Truth Of Bengal : সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন এসেছিল। সতর্কতায় গোটা শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়। জরুরি ভিত্তিতে চলে তল্লাশি অভিযান। এবার বিমানে বোমাতঙ্ক। ওড়ার আগেই রানওয়েতেই আটকানো হল বারাণসীগামী ইন্ডিগোর উড়ান। জরুরি ভিত্তিতে বিমানের সব যাত্রীকে নামিয়ে চলে তল্লাশি অভিযান। দিল্লি বিমানবন্দরের ঘটনা।
জানা গিয়েছে, সব প্রক্রিয়া সেরে দিল্লি থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিতে রানওয়ে ছিল বিমানটি। সেই সময় বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে আটকানো হয় ইন্ডিগোর 6E2211 বিমানটি। তল্লাশি চালিয়ে বিমানের শৌচালয়ে একটি কাগজের টুকরো দেখতে পান বিমানের পাইলট। তাতে লেখা ছিল, ‘BOMB BLAST @30 MINUTES’। পাইলটের কাছ থেকে খবর পেয়ে দ্রুত বিমানের কাছে পৌঁছে যায় নিরাপত্তাবাহিনী। বিমানের এমারজেন্সি দরজা খুলে দ্রুত নামানো হয় যাত্রীদের।
এমন বোমাতঙ্ক এই প্রথম নয়। আগের মাসে দিল্লির একাধিক হাসপাতাল, বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। জরুরি ভিত্তিতে তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। পরে পুলিশ নিশ্চিত হয় যে, আতঙ্ক ছড়াতেই পরিকল্পিত ভাবে বোমা রাখার ভুয়ো খবর ছড়ানো হয়।