দেশ

মুম্বাইয়ে মেধাবী ছাত্রের দেহ উদ্ধার

Body of brilliant student recovered in Mumbai

Truth of Bengal: রাতে মদ্যপান, সকালে বিছানা থেকে নিথর দেহ উদ্ধার। ফ্ল্যাটে মেধাবী ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মুম্বাইয়ে। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের পড়ুয়া অনুরাগ জয়সওয়াল। গত শুক্রবার দিন রাতে বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়েছিল। সেখানে প্রায় দেড়শ জন পড়ুয়া উপস্থিত ছিল।

সূত্রের খবর ওই পার্টিতে মদ্যপান করে অনুরাগ। শরীর খারাপ করায় রাতে সবার আগে ফ্ল্যাটে ফিরে আসে ওই যুবক। শনিবার সকালে বন্ধুরা ডাকাডাকি করলেও সে না উঠলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর মৃত অনুরাগ জয়সওয়াল লক্ষ্নৌর বাসিন্দা। পড়াশোনার সূত্রে, কয়েক মাস আগেই মুম্বাইয়ে আসে ওই যুবক। ভর্তি হয় টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে। যে ফ্ল্যাট থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে সেখানে তার সঙ্গে আরো তিনজন যুবকের সঙ্গে ভাড়া থাকতো বলে খবর।

ইতিমধ্যেই মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানের জেরে মৃত্যু হয়েছে, ওই যুবকের। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলেই পুলিশের দাবি। ইতিমধ্যে পরিবারকে খবর দিয়েছে পুলিশ।পরিবারের উপস্থিতিতেই দেহ ময়নাতদন্তের আর্জি পরিবারের।

Related Articles