মাছ ধরতে গিয়ে নৌকায় আগুন, অন্য মৎসজীবীদের সাহায্যে বাঁচল ২০ প্রাণ
Boat catches fire while fishing, 20 lives saved with the help of other fishermen

Truth Of Bengal: নৌকায় চেপে সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপত্তি। আচমকাই আগুন লেগে যায় নৌকায়। মহারাষ্ট্রের আলিবাগের কাছে দুর্ঘটনাটি ঘটে। অন্যান্য নৌকার মৎসজীবীদের সহযোগীতায় ওই নৌকায় উপস্থিত প্রায় ১৮-২০ জন প্রাণে রক্ষা পান। শুক্রবার ভোর ৩টে থেকে ৪টের মধ্যে ঘটে এই ঘটনা। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।
#WATCH | Maharashtra: The fishing boat of one Rakesh Gan caught fire 6-7 nautical miles from the coast in Raigad district in In Akshi Alibaug, around 3-4 am. Indian Coast Guard and Indian Navy rescued all 18 crew members from the boat safely: Raigad SP
(Video: Raigad Police) pic.twitter.com/6f4MFm0aQn
— ANI (@ANI) February 28, 2025
প্রত্যক্ষদর্শীরা জানান, আলিবাগের কাছে আগুন লাগার ঘটনা ঘটার সময় প্রথমে বেশ কয়েকজনের নজরে পড়তেই তদের তরফ থেকে সতর্ক করা হয়েছিল উপকূলরক্ষী বাহিনীকে। সঙ্গে সঙ্গে আগুন লাগা নৌকাটিকে দ্রুত নিয়ে আসা হয় সমুদ্রের তীরে। নৌকায় সেইসময় উপস্থিত ছিলেন প্রায় ১৮-২০ জন। জানা যায় তারহা প্রত্যেকেই মতসজীবী। প্রথমে তাদেরকে সেখান থেকেউদ্ধার করা হয়। তারপরই শুরু হয় আগুন নেভানোর কাজ।
পুলিশ সূত্রে জানা যায়, নৌকার মধ্যেই ছিল বেশ কয়েকটি জাল। যার জেরেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিয়ন্ত্রনে আনার মধ্যেই নৌকার প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানেই নৌকাটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। কালো ধোঁয়ায় গোটা এলাকাকে ঢেকে যেতে দেখা যায়। ইতিমধ্যেই নৌকার মালিক সাকারাক্ষী গ্রামের রাকেশ মূর্তির সঙ্গে কথা বলেন পুলিশ।