
Truth of Bengal: মঙ্গলবার ভোররাতে উত্তরপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণ। দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর সামনে আসে। আহতের সংখ্যা ৬। ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপ্রদেশ পুলিশ, শুরু হয় উদ্ধারকাজ। বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। মঙ্গলবার ভোররাতে ঘটে ঘটনাটি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নৌসেরা গ্রাম। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। আহতের সংখ্যা ৬।
বিস্ফারণের তীব্রতা এতটাই বেশি মাত্রায় ছিল যে আশেপাশে বাড়ির ছাদ পর্যন্ত ভেঙে যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংস্তুপের নীচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণ কীভাবে হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। ওই কারখানারই একটি ঘরের মধ্যে মজুত ছিল প্রচুর পরিমানে বাজি।
যার জন্য প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সেখানেই কোনওভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। সূত্রের খবর, আচমকাই মঙ্গলবার ভোরে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পান এলাকার মানুষজন। বর্তমানে সেখানে বাজি কী ধরণের মজুত ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। সেইসঙ্গে প্রশ্ন উঠছে সেখানে নিয়ম মেনে বাজি কারখানা গড়ে উঠেছিল কিনা।
পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তুপ থেকে যে ১০ জনকে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যেই ৪ জনের মৃত্যু হয়। বাকি ছয়জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ফিরোজাবাদের জেলা শাসক জানান, দুর্ঘটনার ঘটানর পরই সমস্ত হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। ঘটনাস্থলে চিকিতসক ও অ্যাম্বুল্যান্সও প্রস্তুত ছিল।