দেশ

সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে পাল্টা তোপ তৃণমূল সাংসদের

Mahua Moitra bribe allegation

The Truth of Bengal: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করতেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনই অভিযোগ তুলে স্পিকার ওম বিড়লার কাছে লিখিতভাবে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, সংসদে একটি কমিটি গঠন করা হোক মহুয়ার বিরুদ্ধে তদন্ত করার জন্য। এর পরেই পাল্টা তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়া পাল্টা তোপ দেগে বলেছেন, তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত শুরু আগে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে যে একাধিক সংসদের বিশেষাধিকার ভঙ্গের নোটিস জমা রয়েছে, আগে সেগুলির তদন্ত হোক। চলতি বছরের মার্চ মাসেই নিশিকান্ত দুবের সাংসদপদ খারিজের দাবি তোলে। অভিযোগ আনা হয়, বিজেপি সাংসদের এমবিএ এবং পিএইচডি ডিগ্রি ভুয়ো।

এদিকে নিশিকান্ত দুবের দাবি, তিনি এক আইনজীবী জয় অনন্ত দেহাদ্রির কাছ থেকে একটি নথি পেয়েছেন, যেখানে বলা হয়েছে, তৃণণূল সাংসদ এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন। নিশিকান্তের দাবি, সংসদে মোট ৬১ টি প্রশ্নের মধ্যে ৫০টি প্রশ্ন করেছেন, যা ওই ব্যবসায়ীর  স্বার্থে।

নিশিকান্তের এই অভিযোগের প্রেক্ষিতেই এক্স প্লাটফর্মে পাল্টা তোপ দেগেছেন মহুয়া মৈত্র। তিনি বলেছেন, আগে ফেক ডিগ্রিওয়ালার বিরুদ্ধে যে অভিযাগ রয়েছে, তার তদন্ত হোক।

Related Articles