সংসদে হাতাহাতি কান্ডে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার
BJP leader files case against Rahul Gandhi over Ambedkar issue

Truth Of Bengal: বৃহস্পতিবার সংসদের প্রবেশপথে এনডিএ এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতির জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদরা। অনুরাগ ঠাকুর ও বংশুরি স্বরাজ সহ বেশ কয়েকজন বিজেপি সংসদ সদস্য এই অভিযোগটি সংসদ স্ট্রিট থানায় জমা দেন।
Sansad Assaultgate | BJP Files Complaint Against Rahul Gandhi
We have filed a complaint against Rahul Gandhi for assault and incitement…. We have given a complaint under Sections 109, 115, 117, 125, 131 and 351. Section 109 is attempt to murder, says BJP MP @ianuragthakur. pic.twitter.com/9WzfAf0pzW
— TIMES NOW (@TimesNow) December 19, 2024
ঘটনার সূত্রপাত হয় বি আর আম্বেদকরের অসম্মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে। সংসদ ভবনে এনডিএ এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়, যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এই ঘটনায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সরঙ্গি আহত হন বলে জানানো হয়েছে। বিজেপির দাবি, রাহুল গান্ধী সরঙ্গিকে ধাক্কা দিয়েছেন। তবে কংগ্রেস নেতার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, সংঘর্ষের সময় বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও আহত হয়েছেন।
সংসদ ভবনের এই ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেস এবং বিজেপি উভয়ই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে, যা নিয়ে আগামী দিনে আরও বিতর্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।