
The Truth of Bengal: সাংসদের সংখ্যার নিরিখে বিজেপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। আবার সেই বিজেপি দলীয় সম্পদের নিরিখে সব রাজনৈতিক দলকে পেছনে ফেলে দিল। নির্বাচনী বন্ডের মাধ্যমে শিল্পপতিদের কাছ থেকে পাওয়া চাঁদার প্রায় সিংহভাগ যাচ্ছে বিজেপির তহবিলে। ২০২১-২২ সালে বিজেপির আয় ছিল মোট প্রায় ১৯১৭ কোটি টাকা। আয়ের নিরিখে বিজেপির থেকে অনেকটাই পেছনে থাকা কংগ্রেস পায় মাত্র ৫৪১ কোটি টাকা। তৃণমূল কংগ্রেস পায় ৫৪৫ কোটি টাকা। মোট অনুদানের প্রায় ৮০ শতাংশ পায় বিজেপি। যার বেশিরভাগটা এসেছিল নির্বাচনী বন্ড থেকে। এই খাত থেকে বিজেপি পেয়েছিল মোট ৬১৪ কোটি টাকা। কংগ্রেস পেয়েছিল মাত্র ৯৫ কোটি টাকা।
রাজনৈতিক দলগুলিকে ভোটে লড়তে ব্যয় করতে হয় দলীয় তহবিল। বিভিন্ন ভাবে টাকা সংগ্রহ করে রাজনৈতিক দলগুলি। কুপন কেটে চাঁদা যেমন সংগ্রহ করা হয়, তেমনই নির্বাচনী বন্ডের মাধ্যমেও দলীয় তহবিল মজবুত করে সব দল। এখানে ধনী ব্যক্তিদের পাশাপাশি দেশের শিল্পপতিরা অকাতরে টাকা দেন রাজনৈতিক দলগুলির ফান্ডে। আর সেই ফান্ডে ফুলেফেঁপে উঠেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি।
নির্বাচনী বন্ডে আয়ের দিক থেকে বিজেপির ধারেকাছে নেই দেশের কোনও রাজনৈতিক দল। এই খাত থেকে দলের তহবিলের বেশিরভাগটাই জোগাড় করছে বিজেপি। আসন্ন লোকসভা ভোটে টাকার জোরে অনেক পেছনের দিক থেকে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে কংগ্রেস সহ দেশের বাকি রাজনৈতিক দলগুলিকে। কংগ্রেস ইতিমধ্যে গোটা দেশে ‘ক্রাউডফান্ডিং’ করে অর্থ সংগ্রহ অভিযান শুরু করতে চলেছ।