সব রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড আনবে বিজেপি সরকার, রাজ্যসভায় ঘোষণা অমিত শাহের
BJP government will bring Uniform Civil Code in all states, Amit Shah announced in Rajya Sabha

Truth Of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ঘোষণা করেছেন যে, বিজেপি সরকার ইউনিফর্ম সিভিল কোড (UCC) পুরো দেশজুড়ে প্রয়োগ করবে। তিনি জানিয়েছেন, “আমরা চাই না হিন্দু আইন ভারতের আইনব্যবস্থাকে পরিচালনা করুক, আর আমরাও তা চাপিয়ে দিতে চাই না। মুসলিমরা বিয়ের জন্য পার্সোনাল ল’ চায়, কিন্তু অপরাধের ক্ষেত্রে নয়। কেন অপরাধের ক্ষেত্রে নয়? এটা সংবিধানের ১৪ এবং ১৫ নং অনুচ্ছেদের পরিপন্থী।”
BJP government will bring Uniform Civil Code in every state: Amit Shah in Rajya Sabha
Jammu and Kashmir has attracted investment worth Rs 1.19 lakh crore in last 5 years: Home Minister Amit Shah Shah in RS pic.twitter.com/EondyrkQPB
— Press Trust of India (@PTI_News) December 17, 2024
অমিত শাহ আরও বলেন, “আমরা ইতিমধ্যে উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছি। এখন দেশের সমস্ত রাজ্যে এটি কার্যকর করার জন্য আমাদের লক্ষ্য রয়েছে।”
ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এই আইনের মূল উদ্দেশ্য হল, ধর্মীয় ভেদাভেদ দূর করে সব নাগরিকের জন্য এক আইন চালু করা। তবে এর বিরুদ্ধে বিরোধী দল এবং অনেক ধর্মীয় সংগঠন আপত্তি জানিয়ে আসছে।
রাজ্যসভায় অমিত শাহের বক্তব্যের পর এই বিষয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।