শিহরণ জাগানো ঘটনা! ধাক্কা মেরেও না দাঁড়িয়ে ছুটছে লরি! জীবন বাঁচাতে এ কি করলেন বাইকার!
Biker hanging on the door of the moving lorry, the bike flew in front of his eyes

The Truth Of Bengal : রাস্তাঘাটে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে আমরা দেখে থাকি। কখনো কখনো সেইসব দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি দুর্ঘটনা ঘটতে দেখা গেল হায়দ্রাবাদে। তবে হায়দ্রাবাদের এই দুর্ঘটনা অবাক করছে সকলকে।
কারণ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে লরির দরজা থেকে ঝুলে আছেন এক ব্যক্তি। অন্যদিকে ঠিক তার পায়ের নিচেই রয়েছে তার বাইক। লরিটি এতটাই জোরে চালানো হয়েছে যে বাইকটি খানিকটা রাস্তা ঘষে যাওয়ার পর ছিটকে বেরিয়ে আসে। আর তার সাথে দেখা যায় আগুনের স্ফুলিঙ্গ। তবে বাইকার টি তখনও লরির দরজাতেই ঝুলে থাকেন।
Dear Sir, See this incident, this was happened on owaisi hospital to Lb Nagar to hayath Nagar Route, please alert all police stations on this route pic.twitter.com/9SgrtvmGUd
— Ravikumar Inc Tpcc lb nagar (@V24751Vadlamudi) April 14, 2024
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রবি কুমার নামক এক ব্যক্তির একটি শেয়ার করা ভিডিওতে এই ঘটনাটি ধরা পড়েছে। তিনি সেই ভিডিও প্রকাশ করে হায়দ্রাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার পর লরিটি সেখানে থামেনি। কে লরি চালিয়েছে বা লরির দরজা থেকে কে ঝুলে ছিলেন তার কোন কিছুই জানা যায়নি। ঘটনা ঘটার পর লরিটি এক মুহূর্ত না দাঁড়িয়ে সজরে চলতে থাকে।
প্রসঙ্গত হায়দ্রাবাদে যেন এই ধরনের ঘটনার ঘনঘটা বেড়েই চলেছে। হায়দ্রাবাদে আরও একটি ঘটনা ঘটেছে। যেখানে জানা যাচ্ছে একজন গাড়ি বিক্রেতা এবং তার বন্ধুরা একটি ল্যাম্বারগিনি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। বিক্রেতা গাড়ির মালিকের এক বন্ধুকে গাড়িতে পৌঁছে দিতে বলেছিলেন। ১৩ এপ্রিল গাড়িটি শহরের বাইরে একটি জায়গায় পৌঁছলে সেখানেই অভিযুক্ত এবং তার বন্ধুরা মিলে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্তদের কথায় তারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছেন কারণ গাড়ির মালিকের কাছে তাদের টাকা পাওনা ছিল। এরপর গাড়ির মালিক এবং তার বন্ধুরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশে তরফে জানানো হয়েছে ওই মামলার এখনো তদন্ত চলছে।