দেশ

বাদ গেল না মুখ্যমন্ত্রীর গাড়িও! মেয়াদ উত্তীর্ণ সার্টিফিকেট রাখায় জরিমানা পুলিশের

bihar police imposes challan on cm nitish kumar car

Truth Of Bengal: গাড়ির পলিউশন কন্ট্রোল সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়েছে তিনমাস আগেই। তাও গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন। না, যে সে ব্যক্তি নয়, খোদ বিহারের মুখ্যমন্ত্রীর গাড়ির চালান কাটল পুলিশ। মঙ্গলবার জেলাশাসক দীনেশ কুমার রায়ের বাবার বাৎসরিক কাজে রোহতাসের কুশি বেটিয়া গ্রামে যান নীতিশ। সেখানেই ঘটে এই ঘটনা।

২ অগাস্ট ২০২৪-এ মেয়াদ শেষ হয়েছে গাড়ির পলিউশন সার্টিফিকেটের। তারপরেও করানো হয়নি নতুন সার্টিফিকেট। তবে, রোহতাস টোলে চালান কাটার সময় নীতিশ কুমার ওই গাড়িতে উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন অন্য আরেকটি গাড়িতে।

এই প্রথম নয়। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারিতেও ট্রাফিক আইন ভাঙার জেরে ১০০০ টাকা চালান ইস্যু করা হয়েছিল নীতিশের গাড়ির নামে। তবে, এখনও পর্যন্ত সেই চালান ভরা হয়নি বলে জানা গেছে। আর এবার পলিউশন সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ায় চালান কাটল পুলিশ।

এই নিয়ে নীতিশকে তোপ দাগতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি। আরজেডি নেতা বিমল কুমার বলেন, ‘এটা বিহারের দুর্ভাগ্য যে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রাফিক আইন মানেন না’।

Related Articles