Big Breaking: ভয়ংকর ঘটনা! প্রসাদ খেয়ে অসুস্থ ৯০
Big Breaking: Terrible event! Sick after eating Prasad 90

The Truth Of Bengal : মন্দিরে ভোজের খাবার খাওয়ার পর অসুস্থ অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নন্দেদ জেলার একটি মন্দিরে। ঘটনায় যথেষ্ট আতংক ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নন্দেদ জেলার নাইগাঁওয়ে একটি শিব মন্দিরের বাইরে ভোজের আয়োজন করা হয়েছিল। এরপর পুজো শেষে ভক্তদের খাবার পরিবেশন করা হয়েছিল। পাতে ছিল “আম্বিল” এবং “খির”। আর এরপরই অসুস্থ হয়ে পড়ে মোট ৯০ জন দর্শনার্থী। এরপর স্থানীয়রা তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।
পুলিশেরা কর্মকর্তা জানান, ” প্রাথমিকভাবে তাদের কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু গভীর সন্ধ্যার দিকে খাবারে বিষক্রিয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। রাত পর্যন্ত মোট ৯০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ”
ঘটনায় বর্তমানে বেশ কয়েকজন ব্যক্তি স্থিতিশীল এবং আপাতত বিপদমুক্ত। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।