দেশ
Trending

Big Breaking: কেজরির সহযোগী বিভব কুমারের ৫দিনের পুলিশ হেফাজত,বিজেপির পার্টি অফিসে পাল্টা জেল ভরো কর্মসূচি কেজরিওয়ালের

Big Breaking: Kejri's associate Bivab Kumar's 5-day police custody, Kejriwal's counter-jail-bhor program at BJP's party office

The Truth Of Bengal : স্বাতী মালিওয়ালকে হেনস্থার ঘটনায় অস্বস্তি বাড়ল কেজরিওয়ালের।এবার তাঁর সহযোগী বিভব কুমারের ৫দিনের পুলিশ হেফাজত হল।শনিবার গভীর রাতে এই মামলার শুনানি হয়।সেই শুনানিতে দিল্লি আদালত বিভব কুমারকে হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। উল্লেখ্য, দিল্লি আদালতের বিচারক গৌরভ গয়ালের এজলাসে তাঁকে তোলা হয়।আদালত সবদিক খতিয়ে দেখে এই নির্দেশ দেয়। উল্লেখ্য, মেডিক্যাল রিপোর্টে ধরা পড়েযে স্বাতী মালিওয়ালের বাঁ পা ও ডান চিবুকের নিচে কালশিটে দাগ রয়েছে।ফলে আক্রমণের অভিযোগ অনেকটাই দৃঢ় হয় বলে তদন্তকারীদের অভিমত। স্বাতীর মুখে,পায়ে চড়া দাগ মিলেছে বলেও  তদন্তকারীরাও আদালতে দাবি করেন।

শুক্রবার এইমসে স্বাতীর এই মেডিক্যাল টেস্ট হয়। স্বাতীর আইনজীবী আদালতে আরও অভিযোগ করেন, বিভব তাঁর উপরে চিৎকার করেছেন, হুমকি দিয়েছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।   একই সঙ্গে  তাঁকে টানতে টানতে নিয়ে যান বলেও অভিযোগ। এমনকী, তাঁর মাথা সেন্টার টেবিলে বার বার ঠুকে দিতে থাকেন বিভব। পুলিশের দাবি, গোটা ঘটনার ডিজিটাল ভিডিও রেকর্ড এই অভিযোগের সাপেক্ষে সবচেয়ে বড় প্রমাণ।এদিকে,কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুঁড়েছেন,পারলে সমস্ত আপ নেতা-কর্মীদের গ্রেফতার করাক বিজেপি।

তাঁর অভিযোগ,রাজনৈতিক ষড়যন্ত্র করেই এই ধরণের ঘটনা ঘটানো হয়েছে ।তার মাঝে কেজরি সুর চড়িয়ে ঘোষণা করেছেন, আপের নেতারা বিজেপির সদর দপ্তরে যাবেন  , যাকে পারবেন গ্রেপ্তার করুক বিজেপি নেতারা। পারলে সমস্ত নেতাকে একসঙ্গে গ্রেপ্তার করুক বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছেন কেজরিওয়াল।’ স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগে দিল্লি মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বিভব কুমার  গ্রেফতারের  পরেই গেরুয়া শিবিরকে কার্যত চ্যালেঞ্জ ছোঁড়েন কেজরি।এখন দিল্লির বিজেপি দফতরে এই জেলভরো কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা বহাল করা হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশও নজর রাখছে।

 

 

Related Articles