দেশ

Big Breaking: বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক

Big Breaking: Bomb blast at Bangalore's Kempegowda International Airport

The Truth Of Bengal : এবার বোমা হুমকি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। এই হুমকি বার্তা মেলার পর স্বাভাবিক ভাবেই ব্যাপক আতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা  যায়, আলফা ৩ বিল্ডিংয়ের একটি বাথরুমের আয়নায় লেখা ছিল ২৫ মিনিটের মধ্যে বিমানবন্দর ম্যানেজমেন্ট এবং স্টাফ অফিসগুলিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হবে।

এয়ারপোর্টের এক কর্মী সেই লেখাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বিভাগকে সতর্ক করা। যুদ্ধকালীন তৎপরতায় চারিদিকে বোমার সন্ধান শুরু হয়। বিস্ফোরক খোঁজায় পারদর্শী কুকুর এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আধিকারিকরা-সহ নিরাপত্তা কর্মীরা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালান। অনেক খোঁজার পর কথাও বোমা মেলেনি। তারপর নিরাপত্তা কর্মীরা নিশ্চিত হন যে এই ভুয়ো বোমাতঙ্ক ছিল। কেউ ইচ্ছে করে বাথরুমের আয়নায় বোমা বিস্ফোরণের কথা লিখে রেখে যান। বোমা না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন নিরাপত্তা আধিকারিকরা। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্তে এমন ভুয়ো বোমাতঙ্ক ছড়াচ্ছে। কয়েকদিন আগে দিল্লিতে একাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ই-মেল এসেছিল। তার কয়েকদিন পর মুম্বইতে তাজ হোটেল-সহ নানা জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানো হবে বলে ই-মেল এসেছিল। প্রতিটি ক্ষেত্রে দেখা গিয়েছিল সব ছিল ভুয়ো। আতঙ্ক ছড়াতে ইচ্ছে করেই বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।

Related Articles