দেশ

বালিয়ায় বড় দুর্ঘটনা! বাস উল্টে আহত বহু জওয়ান

Big accident in Bali! Many soldiers were injured when the bus overturned

Truth Of Bengal: মঙ্গলবার রাতের আধারে বালিয়া-ছাপরা এলাকায়  চাঁদদিয়ার পুলিশ চৌকির কাছে ঘটে এক দুর্ঘটনা। সেখানে বিহার স্পেশাল আর্মস পুলিশ ১৮ তম ব্যাটালিয়নের সেনাদের নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এই দুর্ঘটনায় প্রায় ৩০ জন সেনা আহত হয়েছে। বাসের মধ্যে আটকে থাকা সেনাদের চিৎকার শুনে পুলিশ চৌকিতে মোতায়েন করা সেনারা দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান।

এরপর সকল আহতদের বাস থেকে বের করে আনা হয়। উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাটি জানিয়ে সকল আহতদের চিকিৎসার জন্য সোনবারসা সিএইচসি পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাদের জেলা হাসপাতালে রেফার করেন। আহত চারজনকে জেলা হাসপাতাল থেকে বারাণসীতে রেফার করা হয়েছে। অন্যদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এসপি বিক্রান্ত বীর হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

রাত ১২:৩০ মিনিটে সেনাদের নিয়ে থাকা বাসটি চাঁদদিয়ার পুলিশ চৌকি ও পেট্রোল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলে ভরা খেতের মধ্যে পড়ে যায়। গভীর ঘুমে থাকা সেনারা হঠাৎ বাসটি উল্টে যাওয়ায় চিৎকার শুরু করে। কিছু সেনা জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে। আওয়াজ শুনে নিকটস্থ চৌকিতে মোতায়েন পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

থানায় ফোন করে বাহিনী ডাকার পাশাপাশি আহত সেনাদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে সোনবারসা পাঠানো হয়। এখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের জেলা হাসপাতালে রেফার করা হয়। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বারাণসীতে রেফার করা হয়।

এই বিষয়ে এসপি বিক্রান্ত বীর জানান, বাসটি বিহার স্পেশাল আর্মস পুলিশ ১৮ তম ব্যাটালিয়নের কোম্পানি দেবরী থেকে সিভান ডিউটির জন্য যাচ্ছিল। চাঁদদিয়ার পেট্রোল পাম্পের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় ২৯ জন সেনা আহত হয়েছেন। ১০ জনকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ১৯ জনের চিকিৎসা সিএইচসিতে চলছে। সকলের অবস্থা স্থিতিশীল।

Related Articles