দেশ

বন্দে ভারত ট্রেনের পর এবারবন্দে ভারত মেট্রো চালানোর প্রস্তুতি শুরু

Bhande Bharat Metro

The Truth of Bengal: বন্দে ভারত ট্রেনের পর এবারবন্দে ভারত মেট্রো চালানোর প্রস্তুতি শুরু। ইতিমধ্যেই প্রকাশিত বন্দে ভারত মেট্রোর প্রথম ঝলক। চলতি বছরই এই বিশেষ মেট্রো ট্রেনর ট্রায়াল রান শুরু হতে চলেছে। তৈরি হয়েছে বন্দে ভারত মেট্রোর প্রথম কয়েকটি কোচও। আর মাত্র কটা দিনের অপেক্ষা। শীঘ্রই সরকারিভাবে আসতে চলেছে বন্দেভারত মেট্রো। ইতিমধ্যেই সামনে এসেছে বন্দো ভারত মেট্রোর কিছু ভিডিও। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সেই সেই ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, ইতিমধ্যেই মেট্রোর বডিপার্ট তৈরি। গেরুয়া ও কালো রঙে সেজে উঠেছে বন্দে ভারত মেট্রো। পঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বন্দেভারত মেট্রো।

চলতি বছরের জুলাই মাস থেকেই এই বন্দেভারত মেট্রোর ট্রায়াল রান শুরু হতে পারে বলেই খবর। তার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে রেল সূত্রে খবর। তবে এই ট্রায়াল রানের পর দ্রুতই যাত্রী পরিষেবাও শুরু করার চেষ্টা চলছে। একেবারে নয়া প্রযুক্তির ভিত্তিতেই বন্দেভারত মেট্রোকে তৈরি করা হচ্ছে। চটজলদি এই মেট্রো গতি বাড়িয়ে ফেলতে সক্ষম এবং মুহূর্তের মধ্যেই সেই গতি কমিয়েও ফেলতে সক্ষম। দ্রুত গতির জেরে কম সময়ে বেশি সংখ্যক স্টোশনে দাঁড়াতে পারবে। প্রাথমিকভাবে খবর রয়েছে, এই ধরণের প্রায় ৫০টি ট্রেন তৈরি করা হবে।

ধীরে ধীরে সেই সংখ্যা পৌঁছবে ৪০০-তে। এক একটি ট্রেনে ১২-১৬টি কোচ থাকতে পারে বলেই খবর। তবে বাণিজ্যিকভাবে এই মেট্রোয় যাত্রী পরিষেবা কখন শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। এমনকি দেশের কোন রুটে প্রথম বন্দে ভারত মেট্রো চালবে তা নিয়ে চূড়ান্ত আলোচনা এখনও বাকি বলেই রেলের আধিকারিকরা জানান। তবে সূত্রের খবর, বন্দে ভারত মেট্রো দেশের ১২ টার মতো বড়ো ও মাঝারি শহরে নিত্যদিন চলাচল করবে। ভবিষ্যতে মুম্বই ছাড়াও কলকাতা. চেন্নাইতেও চলবে বলে জানা যাচ্ছে।

Related Articles